রাষ্ট্রপতিকে গালি দিলেও আইনমন্ত্রীর ৪৯ ধারার ব্যাখ্যা অনুযায়ী সেটাও মুজাহিদ- সাকা সাহেবের ক্ষমা প্রার্থনার আবেদন...
লিখেছেন লিখেছেন কমরেড মাহমুদ ২৩ নভেম্বর, ২০১৫, ০৪:০৫:৩৪ বিকাল
(লেখাটা প্রথম সামুতে দিয়েছিলাম। দালাল মোডারেট সেটা সরিয়ে দিয়েছে)
"সেই চিঠিতে ক্ষমা প্রার্থনার কথা লেখা থাক বা না থাক ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী ফাঁসির আসামীর পক্ষ থেকে যাই লেখা হোক সেইটাই ক্ষমা প্রার্থনার আবেদন...
বিবিসি বাংলাকে আইনমন্ত্রী
তারমানে মুজাহিদ সাহেব যদি লিখে থাকেন-
জনাব প্রেসিডেন্ট, এখন আমার সামনে বসে আছে আপনার পাঠানো দুজন রাম ছাগল ম্যাজিষ্ট্রেড। যারা আমার কাছে ইনিয়েবিনিয়ে বলার চেষ্টা করছে আপনার কাছে প্রান ভিক্ষা চেয়ে একটি আবেদন লিখতে। ভবিষ্যৎ আমার কাছে কাওকে পাঠালে দেখে শুনে উন্নতমানের রাম ছাগল পাঠাবেন। যে ব্যাক্তি নিজের প্রান বাঁচাতে দুদিন পরপর সিএমএইচ আর সিংগাপুর যাওয়া আসা করে সেই ব্যাক্তি কিভাবে আমার প্রান রক্ষার ক্ষমতা রাখে? প্রান দেওয়া ও নেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামীন, এই জ্ঞান যাদের নেই তাদেরকে দয়া করে আমাকে পাঠাবেন না..
মান্যবর প্রেসিডেন্ট, আপনি একজন আইনজীবী ছিলেন। সেই সময় আপনাকে আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে দেখেছি। দুঃখজনক হলো যত আপনার উপরে উঠা দেখেছি ততই আপনার পঁচন পরিলক্ষিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হওয়ার পরে আপনার এক চোখা মানুষিকতা দেখেছি, আর প্রেসিডেন্ট হয়ে আপনি পঁচে গেছেন। আপনার চোখের সামনে আমার উপর রাষ্ট্রীয়ভাবে যে অবিচার হলো সেটা স্বচক্ষে দেখেও চুপ করে থেকে চরম নির্লজ্জতার পরিচয় দিলেন। এমন একজন নির্লজ্জ প্রেসিডেন্ট আমাকে কিইবা দিতে পারে...!!
হে মহামান্য প্রেসিডেন্ট, সাংবিধানিকভাবে আপনি বাংলাদেশের প্রধান অভিভাবক, প্রধান সন্মানীত ব্যাক্তি। আপনি নিশ্চয় আবু লাহাবের নাম শুনেছেন। রাসুল সা. এর যামানায় কাফেরদের কাছে আপনার মতই সন্মানীত ছিলেন। তিনি যখন তখন মুসলিমদের প্রান কেড়ে নিতে চাইতেন। সেই আবু লাহাব কিভাবে অক্কা পেয়েছিল জানেন?? সে পায়খানার ভিতর পড়ে যেয়ে অক্কা পেয়েছিল। তার শরীরের অর্ধেক দুর্গন্ধময় ময়লার মাঝে ডুবে ছিল। আমাকে অপমানিত করার যে ফন্দি এটেছেন আল্লাহ্ চাইলে আবু লাহাবের মত যে কাওকে চরম অপমানিত করে দিতে পারেন...
এমন কথা লিখলেও অনুচ্ছেদ ৪৯ অনুযায়ী সেইটা ক্ষমা চাওয়ার আবেদন হপে। বাল সরকারের মন্ত্রীদের কথা শুনলে কমেডিয়ান মুভি দেখছি বলে মনে হয়। চিত্রটা ধরুন এমন, রাষ্ট্রপতির পশ্চাদেশে কেউ একটা আছালা বাঁশ চালান করছে আর তিনি ভাবছেন, ব্যাথা লাগলেও এইটাই আমার কাছে ক্ষমা চাওয়া...
বিষয়: বিবিধ
২২৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"রাষ্ট্রপতির পশ্চাদেশে ...আছালা বাঁশ"
তারপর ও যদি না বুঝেন তো আর কি করা...
মন্তব্য করতে লগইন করুন