আজ দেশব্যাপী "প্রথম আলো জ্বালাও পোড়াও কর্মসূচী" পালিত
লিখেছেন লিখেছেন কমরেড মাহমুদ ১৮ আগস্ট, ২০১৫, ০৬:০৯:৫৩ সন্ধ্যা
একটি পত্রিকার প্রতি এদেশের মানুষের কি ধরনের ঘৃণা আর বিতৃষ্ণা থাকতে থাকতে সেটা গত কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দেখতে পেলাম আরো অভাবানীয় এক বিষয়। বাংলাদেশী অনলাইন এক্টিভিষ্ট ফোরাম নামক এক অনলাইন ভিত্তিক সংগঠন গতকাল রাতে ১৮ই আগষ্ট "প্রথম আলো জ্বালাও দিবস" হিসাবে ফেসবুকে ঘোষনা করে। গতরাত ১১ টায় ঘোষনার সাথে সাথে শুরু হয়ে যায় দেশব্যাপী প্রথম আলো পত্রিকা জ্বালানোর মহা উৎসব।
গতরাতে সিলেটে তাৎক্ষনিক আগুন দেওয়ার দৃশ্য
কোন ধরনের মিডিয়া প্রচারনা ছাড়া অনলাইনে ঘোষণা পেয়ে মানুষ যেভাবে প্রথম আলোতে আগুন দেওয়া শুরু করেছে তাতে আমরা স্তম্ভিত। পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশী ষড়যন্ত্রে জড়িত, বিদেশী এনজিওদের মদদপুষ্ট, উপজাতীয় সন্ত্রাসীদের গডফাদার সন্তুলারমাকে সহযোগীতাকারী, পার্বত্যাঞ্চলের সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানীদাতা প্রথম আলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে এই কর্মসূচি পালন করা হয়।
এমনকি প্রবাসী ভাইয়েরাও অনলাইন থেকে প্রথম আলো প্রিন্ট করে নিয়ে আগুন জ্বালিয়ে মনের ঝাল মিটিয়েছে।
মালায়েশিয়ার প্রবাসিরাও একাজে অংশ নেয় অনলাইন থেকে পত্রিকা প্রিন্ট করে নিয়ে।
গত শনিবার ১৫-০৮-২০১৫ তারিখ পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বরাদম এলাকায় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীরা সকলে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্য। এসময় একটি সাবমেশিনগান, দুইটি চাইনিজ রাইফেল, তিনটি এসএলআর, একটি আমেরিকান পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। সন্ত্রাসীদের আটকের সময় হাতাহাতি লড়াইয়ে সেনাবাহিনীর একজন কর্পোরাল মারাত্মকভাবে আহত হয়েছে।
এমন একটি খবরকে প্রথম আলো বিতর্কিত করতে আদিবাসী নিহত বলে খবরে প্রকাশ করেছে। এমনকি তাঁদের গ্রুপের এবিসি রেডিওতেও তাঁদেরকে আদিবাসী হিসাবে উল্লেখ করা হয়। সেনাবাহিনীর পোষাকে, ভারী অস্ত্র নিয়ে যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তাঁদেরকে আদিবাসী নিহত হিসাবে উল্লেখ করে বাংলাদেশে আদিবাসী নির্যাতন হচ্ছে একটি প্রচারনা চালাবার মহা পরিকল্পনা বলেই মনে হয়। শুধু এবার নয়, প্রথম আলো গ্ং সব সময় এদেশের উপজাতি বা ক্ষুদ্র জাতিদেরকে ইচ্ছাকৃতভাবে আদিবাসী হিসাবে উল্লেখ করে থাকে।
সারা দেশ ব্যাপী আগুন দেওয়ার আরো কিছু ছবি=
বিষয়: বিবিধ
২২০৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
.
যেখানেই দেশদ্ৰোহী প্ৰথম আলো, সেখানেই প্ৰতিবাদের আগুন জ্বালো!!
.
সাম্প্ৰদায়িক দাঙ্গার, উস্কানীদাতা প্ৰথম আলোকে এদেশের মানুষ কত ঘৃনা করে, আজকের ছবিগুলো শুধু নমুনা মাত্ৰ!!
.
বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে পালিত হয়...
যে কেউ দেখলে বুঝবে যে সেনাবাহিনীর পোশাক পড়ে সেনাবাহিনীর সাথে লড়াই করা লোক নিরীহ নয় কোনভাবেই ।
প্রথম আলো বাংলাদেশের মানুষকে এতটাই হিপনোটাইজ করতে পেরেছে যে তারা এটাকে আদিবাসী হত্যা বলে চালিয়ে দিতে শুরু করেছিল।
এরা আদিবাসী তো নয়ই , এরা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠি যাদের জন্য কোটা রাখা আছে সরকারী চাকরিতে । এতটা ফ্যাসিলিটিজ তারা ভোগ করে যে দেশে সে দেশেরই সাথে বিদ্রোহ করে ! আর আমাদের দেশ সেরা পত্রিকা বলে দাবীদার কি না এদেরকেই সমর্থন করে ?
দেশের সর্বোচ্চ আদালতের উচিত হবে দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে প্রথম আলো গংদের বিপক্ষে স্বতঃপ্রনোদিত হয়ে রুল জারি করা ।
অংশগ্রহনকারী সকল কে আন্তরিক অভিনন্দন!!!
মন্তব্য করতে লগইন করুন