তাঁকে দিব মন
লিখেছেন লিখেছেন প্রেমধনু ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৫:১৮:০১ সকাল
তোমাকে ভাবিনা
কাওকেই খুঁজিনা
মনেরো পিছনে
আরতো চলিনা।
পনরো তে যদি
এই হত পন
লেখা পড়ায় যদি
দিতাম আমি মন!
চল্লিশে এসে
ভাবছি যে শেষে
মনের গোলামি
করিবনা আমি।
হব আমি ফ্রি
ওয়ান, টু, থ্রি
পাখির মতন
তাঁকে দিব মন।
বিষয়: বিবিধ
৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন