"বন্ধুত্ব ও পরশ্রীকাতরতা "

লিখেছেন লিখেছেন অদৃশ্যের পথিক ২৭ ডিসেম্বর, ২০১৪, ০১:৩৭:৫৫ রাত

প্রত্যেকটা সুস্থ মানুষই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ।এবং কোনোনা কোনো সময় সে বন্ধুর দারা প্রভাবিত হতে পারে। এই বন্ধুই তাকে ভালো বা খারাপ পথের সন্ধান দিয়ে থাকে। আমাদের সমাজে হরহামেশাই দেখা যায় একটা ভালো ছেলে কিভাবে বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে নির্দিধায় অন্ধকার পথের যাত্রী হতে পারে। কিভাবে একটি নিরীহ ছেলে হিংস্র হয়ে উঠতে পারে।

তবে এর বিপরীত যে ঘটেনা, তা নয়। কিন্ত সেটা খুবই সামান্য।

তাই, আপন ি ভালো কিছু করতে চাইলে প্রথমে ভালো বন্ধু নিবার্চন জরুরি। যে বন্ধু আপনার ভালো দেখলে কাতর হয়, তাকে কখনোই পশ্রয় দিবেন না এমনকি যদি সে আপনার ব্যথায় ও ব্যথিত হয়।কারণ কখনোই সে আপনাকে তার নিজের সমান প্রাধান্য দিতে পারেনি। আপনি তাকেই বন্ধু করবেন যে আপনার সুখে - দুঃখে আপনারই প্রতিবিম্ব হতে পারে।

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File