ব্লগে কেন আসি ?

লিখেছেন লিখেছেন গালিব আক্তার ০৫ এপ্রিল, ২০১৫, ০৭:৩৫:৩২ সকাল

আপনাদের মনে একটা প্রশ্ন হতেই পারে গালিব আক্তার কেন ব্লগ সাইটে এসেছে ? সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ? বা হঠাৎই সংবাদিকদের মত প্রশ্ন ছুঁড়ে দিতে পারেন কেউ , যে "ব্লগে কেন আসি " ? এই ব্যাপারে আপনার অভিমত ব্যক্ত করুন ! এ ক্ষেত্রে কে কি জন্য বা কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন তা বলতে পারব না ।তবে আমি একটা উদ্দেশ্য নিয়েই টুডে ব্লগে এসেছি । সমাজের অন্যায় , রাজনৈতিক দলগুলোর হিংসা বিদ্বেষ , রাজাকার ইস্যু , স্বাধীনতা , দেশপ্রেম ইত্যাদির জন্য গালিব আক্তার টুডে ব্লগের ব্লগার নয় ।কারো সমালোচনা করতে আসিনি ! এসেছি ইসলামের আলোয় আলোকিত করতে মানব হৃদয় ।হ্যাঁ আমি বিদ্রোহী ব্লগার প্রগতিশীল নামের দালালগুলোর ! যারা ইসলাম সর্ম্পকে তথা মুসলিম সর্ম্পকে মিথ্যাচার করে খ্যাতি লাভ করেছে ।আমি গর্বিত ।কারণ আমি একজন সুন্নী মুসলিম ।হ্যাঁ আমাকে দেখে ঐ প্রগতিশীল ইসলাম বিদ্বেষীরা জঙ্গি বলে মন্তব্য করবে ।কারণ আমার মুখে লম্বা দাড়ি আছে ।হ্যাঁ ঐ দালালগুলোর মত নিজের স্বার্থের জন্য বিবেক বিক্রি করে দেইনি ।যারা প্রিয় দেশকে গৃহযুদ্ধ ক্ষেত্র বানানোর জন্য দীর্ঘ দিন থেকেই পায়তারা করছে ।আমি মুসলিম ।আমার এক মাত্র সাহায্যকারী আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামীন ।আমি ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই লিখে যাব যদিও প্রগতিশীল ব্লগারদের জন্য কষ্টদায়ক হোক না কেন ।যখন আমাকে প্রশ্ন করা হবে কাফিররা যখন তোমার সম্মুখে ইসলাম এবং মহানবী সর্ম্পকে মিথ্যাচার করেছিল , তখন তুমি প্রতিবাদ করোনি কেন ?কি জবাব দেবো ? বলব কি মৃত্যুর ভয়ে ? বেওয়ারিশ লাশে পরিণত হবো বলেই ইসলাম বিদ্বেষীদের কথার প্রতিবাদ করিনি ।প্রতিবাদ না করলেও আমার ঈমান খাঁটি আছে ।এই দেখো আল্লাহ তোমার ইবাদত করতে করতে আমার সুন্দর কপালে দাগ করে ফেলেছি ! যুক্তিহীন মন্তব্য কী মহান আল্লাহ তা'য়ালার দরবারে গ্রহণযোগ্য হবে ? যদিও আমরা পুরোপুরি ভাবে ইসলামী জীবনযাপন করছি না ।কিন্তু ইসলাম বিদ্বেষীরা আমার প্রিয় নবী সর্ম্পকে যাচ্ছেতাই বলে মিথ্যাচার করবে , আর আমি তা দেখেও না দেখার ভান করে বসে থাকব ! তাহলে আমি কেমন মুসলমান ? যদি দুনিয়ার সুখ লাভই আমার মুখ্য বিষয় হয়ে থাকে , তবে ইসলাম বিদ্বেষীদের সাথে কণ্ঠ মিলিয়ে শ্লোগান তুললেই তো হয় ! মুখে এঁটে মুসলিমের লেবাস পড়ে আছি কোন স্বার্থে ।আপনাকে বলছি না চাপাতি দিয়ে ইসলাম বিদ্বেষীদের কেটে কেটে টুকরা টুকরা করুন ! আপনার পাঁচ টাকার একটা অস্ত্রই ওদের বাকরূদ্ধ করে দিতে পারে চিরতরে ।কিন্তু আপনিও করবেন না আর আমি তো করবই না ! কারণ আমার অবস্থা বনি ইসরাইলের ইমামদের মত ।যদি ও মূল কথা থেকে ঘুরে অন্যদিকে আমার বক্তব্য চলে গেছে ।কিন্তু আমার মূল উদ্দেশ্য এটাই ।আজ যদি ইসলাম বিদ্বেষীদের চাপাতি দিয়ে কেটে ফেলতে উৎসাহী করি , তাহলে একদিন বিদ্বেষীদের সংখ্যা বাড়বে বৈ কমবে না ।কারণ আমার অন্য আরেকটা ব্লগে বলব ইনশাআল্লাহ ।

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312997
০৫ এপ্রিল ২০১৫ সকাল ০৯:১৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কথাগুলো সুন্দর মন ছুয়েছে কিন্তু আপনার আগের লেখায় দেখলাম আপনি বাংলাদেশী পরিচয় নিজে কথা বলছেন। আপনার অবশ্যই এটা জানা উচিত আসাবিয়্যাহ বা পতাকাভিত্তিক, বর্ডারভিত্তিক ভৌগলিক জাতীয়তা ইসলামে হারাম।
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৩
254088
গালিব আক্তার লিখেছেন : ধন্যবাদ ।আপনার কথাটা পরিস্কার ভাবে বুঝতে পারলাম না ।অনুগ্রহ করে যদি একটু বিস্তারিত বলতেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File