ব্লগ লেখার বিষয়

লিখেছেন লিখেছেন গালিব আক্তার ০৩ এপ্রিল, ২০১৫, ০৭:৩৩:২২ সন্ধ্যা

কি বিষয়ে লিখব তাই ভাবছি ! সমাজের অন্যায় নিয়ে লিখব , নিজেই অন্যায়কারী বলে গণ্য হবো ।ভালবাসার ক্ষতি নিয়ে লিখব , প্রেমদ্রোহী বলে গণ্য হবো ।ধর্মের পক্ষে লিখব ! নিঃসন্দেহে আমি জঙ্গি কর্মী হিসেবে গণ্য হবো ।আচ্ছা ভাই লুঙ্গি নিয়ে লিখলে তো আর দোষ নেই ! যদি ও লুঙ্গি কর্মী কেউ বলবে না !

বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312703
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
০৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৯
253807
গালিব আক্তার লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
312713
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই হকের বিজয় চাইলে লিখে যান হকের পক্ষে পক্ষে যে যা বলুক
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:০১
253808
গালিব আক্তার লিখেছেন : ধন্যবাদ ভাই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ।ইনশাআল্লাহ হকের পক্ষেই লিখে যাব ।
312732
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৭
আহমেদ ফিরোজ লিখেছেন : ইদানিং কিন্তু স্টাইলিশ লুঙ্গির এডও টিভিতে দেখছি। দিন বদলাইছে...।
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:০২
253809
গালিব আক্তার লিখেছেন : ভাই পাখিজা লুঙ্গি
312744
০৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : এতো ছোট পোস্ট ব্লগে!!!!!!

বলার কিছু নেই! কতইবা বলা যায়!
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৪
253810
গালিব আক্তার লিখেছেন : হ্যাঁ ভাই ঠিক বলেছেন !
312776
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :



ব্লগ পরিসংখ্যান দেখে কি বিষয়ে লিখবেন বলে দেবার ইচ্ছে জাগলো!!! বিষয়টি হল..........ব্লগে কেন আসি...... আশা করি লিখবেন।
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৭
253811
গালিব আক্তার লিখেছেন : ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ লিখব ।
313359
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:২৫
আশাবাদী যুবক লিখেছেন : সত্যের পক্ষে লিখুন যে যাইবলুক ৷
০৭ এপ্রিল ২০১৫ সকাল ০৬:১২
254372
গালিব আক্তার লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File