আমরা বাংলাদেশী ,কিন্তু আমাদের বিশেষ দিনগুলো বিদেশী !

লিখেছেন লিখেছেন গালিব আক্তার ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৬:০৯:৪২ সন্ধ্যা

আমাদের বাংলা নববর্ষ কি বিদেশীরা পালন করে ? ফেইসবুকে কি কখনো আপনার বিদেশী বন্ধুকে বাংলা নববর্ষ নিয়ে কোনো স্ট্যাটাস দিতে দেখেছেন ? আমার বিদেশী বন্ধুদের এক জনকেও বাংলা নববর্ষ নিয়ে কোনো স্ট্যাটাস দিতে দেখিনি আজ পর্যন্ত ! আপনার জন্ম কত সালে ? 1988 ! বাংলা কত সাল কত তারিখ ? ইয়ে ! না মানে ! আমি বা আপনি আমাদের জন্ম তারিখ বলতে পারি না বাংলা সালের কত তারিখ ! আবার পহেলা বৈশাখ এলে , বাংলা নববর্ষ পালনের ধুম পড়ে যায় ! আমরা ক'জন জানি 16.12.1971 এই দিন বাংলা কত তারিখ কত সাল ছিল ? বিস্ময়কর হলেও এটা সত্য যে বাংলা ভাষার জন্য যারা জীবন দিলো তাদের ছেলে মেয়ে সেই বাংলা ভাষার কোনো মূল্যায়ণই করলো না ! আজ বলা হয় 21 শে ফেব্রুয়ারি , 26 শে মার্চ, 16ই ডিসেম্বর । ইংরেজি 1952 সালের 21 শে ফেব্রুয়ারি কি জন্য ছাত্র জনতা আন্দোলন করেছিল ? উত্তরঃ রাষ্ট্র ভাষা বাংলা চাই দাবীতে ! কিন্তু আপনি কি বলতে পারেন ঐ দিন বাংলা কি মাস কত তারিখ ছিল ? নিশ্চয়ই আপনার K.G স্কুলের সাধারণ জ্ঞানের বই দেখতে হবে ! আপনি বা আমি প্রথমেই বলতে পারব না যে ঐ দিন ফাল্গুন মাসের ৮ তারিখ ছিল ! পরিশেষে বলতে চাই আমরা আসলে বাংলা ভাষার জন্য কোনো ত্যাগ স্বীকার করতে রাজি নই ! আমাদের মুক্তিযোদ্ধারা ভাষা দেশের জন্য জীবন দিয়েছিল ! আর এখন যদি মুক্তিযুদ্ধ হতো তবে এটা নিশ্চিত যে আমরা প্রত্যেকেই রাজাকার বনে যেতাম ! ধিক জানাই ঐ সকল ডিজিটাল দালালদের যারা আজ ও দেশপ্রেমিকের অন্তরালে এদেশের নিরহ জনতার সাথে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে !

বিষয়: বিবিধ

২০৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312882
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগল অনেক ধন্যবাদ
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৩১
253934
গালিব আক্তার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File