পরীক্ষা ও শিক্ষা
লিখেছেন লিখেছেন এম এ আলিম খান ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৫:৩০ রাত
৩০ ডিসেম্বর পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ১ লা জানুয়ারি বই উৎসব হবে। ছোট শিশুরা নতুন বই পেয়ে অনেক খুশি হবে। সন্তানের সাথে অধিকাংশ বাবা-মায়েরা খুশি হবে। কিন্তু সচেতন বাবা-মায়েরা খুশি হবেন না; কারণ পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে ভাল ও মন্দ (যারা ঠিকমত পড়ালেখা করে না) ছাত্র-ছাত্রীর কোন পার্খক্য থাকবে না । প্রশ্নপত্র ফাঁস, উত্তর দেখে লেখা, ভুল লিখেও নম্বর পাওয়া ফলে গণহারে পাশ এবং এ প্লাসের ছড়াছড়ি।এই পিএসসি ও জেএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন এই সনদপত্র দিয়ে কী হবে? বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গণহারে ফেল করছে। তারপর দেশে বিএ, এমএ পাশ লক্ষ লক্ষ বেকার রয়েছে। সরকার কর্মসংস্থানের ব্যবস্থা না করে প্রতি বছর হাজার হাজার বেকার তৈরি করছে।মেধাবী ছাত্র-ছাত্রীরা যোগ্যতানুযায়ী চাকরি পাচ্ছেনা। একদিকে কোটা পদ্ধতি, অন্যদিকে অর্থ ও রাজনীতি। তাই সচেতন বাবা-মায়েরা খুশি হবেন সেই দিন যে দিন মেধার মূল্যায়ন হবে, লক্ষ লক্ষ বেকার থাকবে না। আমরা সেই দিনের অপেক্ষায় আছি।
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন