আমি-ভালোবেসে যাবো তোমাকে

লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ১৪ মার্চ, ২০১৫, ০৮:২৩:৪৮ সকাল

ভালো থাকাটাই আসল তোমার...

সেটা তুমি যেমন করেই থাকো,

ভালো থাকো তুমি তোমার মতো করে...

সেই জন্য কষ্ট হবে না আমার যদি থাকি না আমি দূরে।

আমার সাথে থাকতে হবে না তোমাকে,

ভালবেসেছি বলে ভালবাসতে হবে না আমাকে।

তোমার মুখের হাসি সেটাই তো দেখতে চেয়েছিলাম ভালোবেসে আমি,

সেটা যেমন করেই আসুক-শুধু হেসে যেয়ো তুমি।

ভালোবাসি বলে তোমাকে পেতে হবে এমন ভালোবাসা আমার নয়,

আমার ভালোবাসা তোমার মুখের হাসি-সেটাতেই আমার ভালোবাসার জয়।

আমি না হয় দূর থেকে দেখে সুখ খুজে নিবো!

তোমাকে কাছে না পাই-আমি দূরেই রবো।

কষ্টের কালো মেঘের ছায়া যেনো না আসে তোমার চোখে, ভালোবাসি আমি-ভালোবেসে যাবো তোমাকে।

বিষয়: বিবিধ

১৬৫০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308791
১৪ মার্চ ২০১৫ সকাল ০৯:১৮
হতভাগা লিখেছেন : Cap. Sekamycin 500mg

1+1+1+1 ৬ মাস
১৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
250067
তেজোদীপ্ত আমজাদ লিখেছেন : ওভার ৫ বছর
308807
১৪ মার্চ ২০১৫ সকাল ১১:০৪
কাহাফ লিখেছেন :
এতো ভাল প্রেমিক আমি নই গো!
তোমার দেয়া কষ্ট আমি কেন একা বইবো??
১৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
250068
তেজোদীপ্ত আমজাদ লিখেছেন : Broken Heart
308838
১৪ মার্চ ২০১৫ দুপুর ০১:০০
আব্দুল গাফফার লিখেছেন : হতভাগা লিখেছেন : Cap. Sekamycin 500mg

1+1+1+1 ৬ মাস Big Grin লাইক Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File