তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে, বলার সুযোগটাই বা পেলাম কোথায়?

লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২০:৫৯ বিকাল

তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে, বলার সুযোগটাই বা পেলাম কোথায়? তোমার হঠাত চলে আসা আর না বলে চলে যাওয়া, কোন প্রশ্ন খুজে পাইনি এই দুয়ের মধ্যে। সেটাও বা তোমার দুষ কোথায়? সবাই তো আর স্বপ্ন দেখিয়ে সেটা পূরণ করতে পারেনা।

হয়ত সেটা ও আমার এক ব্যর্থতা। তোমার হুট করে চলে আসা আর হাওয়ার বেগে চলে যাওয়া, দুটিই আমার কাছে এক অদ্ভুত নির্বাক অনুভূতি ছিল। তাতেও বা তোমার দুষ কোথায়? আমিই তো কিছু বলতে পারিনি। হয়ত কেউ বলতে দেয় নি। হয়ত বা বলতে চাইনি হয়তবা সে না বলা কথাটা বলার সময়ই আসেনি। তাতে তোমার দুষ কোথায়। সে দুষ যে আমার।

আমি মাথায় নয়, কাদে নিয়ে বেরাচ্ছি তোমার স্মৃতি। হয়ত তুমি ভুলে গেছ। ভুলে যেতে পারতাম আমিও । সে সময়টাই বা পেলাম কোথায়? তোমাকে ভুলার জন্য তো আমি কোন আয়োজন করি নি? আসলে তোমার দুষ কোথায়? আমার ভুল, আমার দুষ এসবের মাঝে আমি আমার অতীত খুজে বেরাই।

বিষয়: বিবিধ

১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File