বন্ধু অভিমান করে আর থেক না

লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ১২ জানুয়ারি, ২০১৫, ০৭:৫৮:৫১ সন্ধ্যা

বন্ধু হয়তো তোমার সাথে কথা হয় , দেখা হয়না, কিন্তু অনবরত মনের মাঝে খেলা কর তুমি। আমি টের পাই তোমার প্রতিটি স্পন্দন, প্রতিটি নিশ্বাস, প্রতিটি পলক। তোমার অনুভুতি আমাকে জানান দেয় তুমি এসেছ,আমাকে আন্দলিত করতে। আসবেইতু, না এসে পারবে? মনের চোখ দিয়ে দেখি তুমি আমার পাশেই আছ,কিন্তু তোমাকে দেখতে পাই না, ছুঁতে পাই না,বলতে পারিনা বন্ধু,এই দেখো আমি তোমার পাশে।তোমার অভিমান আমাকে বড্ড ব্যথাতুর করে তোলে। । আমি হাসিখুশী থাকি কিন্তু আমার মনের মাঝে চলছে রক্তক্ষরণ যা থামবার নয়। আমারও কি দোষ কম? মোটেই না। হয়তোবা আমি ভাল ভাব কথা বলতে পারি না, হয়তো তোমার চাওয়াটাকে আমি মূল্যায়ন করিনি, হয়তো বা তোমার মনের কথাটা বুঝতে পারিনি। কিন্তু কি করবো, আমাকে যে সৃস্টিই করা হয়েছে সেভাবে। আচ্ছা আর কত কষ্ট আমাকে দিলে তোমার অভিমান থামবে?

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File