আমার বদলে গেছে সব
লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ০৩ জানুয়ারি, ২০১৫, ১০:৪৫:৩৭ রাত
আমি মনে হয় ভয়ংকর রকমের বিষন্নতা ভোগছি ।আজকাল আমার পছন্দ অনেক বদলে গেছে।কিছুই যে আর আগের মতো নেই।প্রিয় সম্পর্কগুলো বদলে গেছে।প্রিয় চেনা মুখগুলো আজ বহু দূরে।প্রিয় হাতগুলো আর জড়িয়ে ধরে না ভালোবেসে।আজকাল আর ভাত বেড়ে নিরন্তর ডাকাডাকিতে মাতে না কেউ।সবার মাঝে থেকেও আমি সবার কাছ থেকে যোজন যোজন দূরে।এখন আমি কেবল আমার আমিকে নিয়ে বাঁচি।নিজেকে বন্দী করে রাখি এই চার দেয়ালের কুঠুরীতে।মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দিতে।আমি বোধহয় বাতিলের খাতায় পড়ে গেছি।এখনো হঠাৎ মনে পড়ে যায়,কেউ একজন আসবে বলে আসেনি।কেউ একজন আসবে বলে অনেক আয়োজন করেছিলাম।সে কিছু না বলেই হারিয়ে গেছে।তার রেখে যাওয়া স্মৃতিতে আছে মুগ্ধ করা অনেকগুলো মূহুর্ত।ইদানিং কেমন যেন সবাইকে লুকিয়ে একলা রাতে বালিশে মুখ গুঁজে কাঁদতে মন চায়।হয়ত কোন কিছুই আপন হয়ে থাকে না।সবই একটা সময় দূরে চলে যায়।সবাই-ই একসময় হারিয়ে যায়।সবাই-ই একসময় দূরে চলে যায়।সবাই-ই একসময় সব ভুলে যায়।কি অদ্ভূত,জীবন তাইনা?
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন