স্বার্থপর মানুষ

লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ০৩ জানুয়ারি, ২০১৫, ০৮:৩৯:৫৪ রাত

মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হল কাউকে আপন ভাবা, তার

চেয়ে বড় ভুল হল কাউকে ভালবাসা, আর তার চেয়েও বড় ভুল

কাউকে বিশ্বাস করা, কারন এই পৃথিবীতে কেউ কারো নয়,

পৃথিবীটা যেমন স্বার্থপর তেমনি এই পৃথিবীর মানুষ গুলোও

স্বার্থপর

বিষয়: বিবিধ

১০৯৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299014
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৪৬
নোমান২৯ লিখেছেন : ভাইয়া ।পৃথিবাটা কিন্তু স্বার্থপর না । পৃথিবীর মানুষগুলোই একে স্বার্থপর করে তুলছে ।
আরেকটা কথা বর্তমান প্রেক্ষাপটে কাউকে আপন ভেবে কিছু বলা / করা সবচেয়ে বড় বোকামি । কারণ এখব বিশ্বাস বলতে শব্দটার কিছুমাত্র অবশিষ্ট আছে ।ধন্যবাদ।
299018
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০২
তেজোদীপ্ত আমজাদ লিখেছেন : সন্দুর মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ
299056
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০২:১৬
আফরা লিখেছেন : আগে নিজেকে বিচার করা উচিত । আমি নিজে যদি নিঃস্বার্থ হতে পারি তাহলে অবশ্যই আর নিঃস্বার্থ মানুষ আছে । আমি যদি অন্যদের কাছে বিস্বাসী হতে পারি তাহলে আমি ও বিস্বাসী মানুষ পাব ।এটা আমার মত ।
299153
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৫৬
হতভাগা লিখেছেন : স্বার্থ ছাড়া কেউ এই পৃথিবীতে কিছু করে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File