ব্যস্ত প্রবাসী
লিখেছেন লিখেছেন আমিনুল হক ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:২৪:৪২ বিকাল
প্রবাসী মানেই কাজের মানুষ
কাজ ছাড়া বেকার মানুষ,
কাজের মধ্যে থাকে ব্যস্ত
সকাল দুপুর সুযার্স্ত।
সকাল আর বিকাল বলেন
সময় অসময় যাই বলেন,
কাজের কোন শেষ নাই
কাজ ছাড়া প্রবাসে ভাত নাই।
দিনের পর দিন যায়
মাসের পর মাস যায়,
বছরের পর বছর যায়
ব্যস্ততার আর শেষ নাই।
মাস শেষে টাকা পাই
টাকা পেলে দেশে পাঠাই,
নিজের পকেট পাকা করি
টাকার জন্য কাজ করি।
কাজের কোন তুলনা নাই
টাকার জন্য কাজ চাই,
টাকার জন্য প্রবাসে আসি
আমরা হলাম ব্যস্ত প্রবাসী।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন