প্রবাসের নামে অবহেলিত বাংলার নারী সমাজ (১ম পর্ব)

লিখেছেন লিখেছেন আমিনুল হক ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৩০:১৬ দুপুর



বিশ্বের সব দেশ যেখানে নারীদের দেয় সম্মান, মর্যাদা এবং ইজ্জত নিয়ে ভাল ভাবে বেছে থাকার সুবিধা কিন্তু সেখানে বাংলাদেশ করে নারীদের নিয়ে খেলা। এই সেই বাংলাদেশ, যেখানে আমার জন্ম, যে দেশকে আমি প্রানের চেয়েও বেশী ভালবাসি। ভাবতে অবাক লাগে, যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, বর্তমান স্পিকার, বিরোদলীয় নেত্রীও একজন নারী, অথচ সেই দেশের নারীদের নিয়েই চলছে প্রবাসে পাঠানোর নামে জুয়া খেলা।

গত তিন বছর ধরে বাংলাদেশের দ্বিতীয় বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ ছিল বর্তমান সরকারের লোভ, লালসা আর একটি ভুলের কারনে। অনেক প্রবাসীদের দুঃখ, কষ্ট, আর যন্ত্রনা সহ্য করে থাকতে হয়েছে বিগত তিনটি বছর ধরে। গত বছর যখন প্রধানমন্ত্রী আমিরাতে এসেছিলেন তখন সব প্রবাসীরা ভিসা খোলার আশায় বুক বেধেছিল, কিন্তু হল তার উল্টো।

কথায় বলেঃ

সেই সত্যিকারের ব্যাক্তি যে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য জীবন দিতে পারে।

মাননীয় প্রধানমন্ত্রী আমিরাতে এসে মহিলাদের ভিসা খুলে দিয়ে নিজের স্বার্থ ঠিকই হাসিল করেছেন কিন্তু পারেনি আমিরাতের প্রবাসীদের মুখে হাসি ফুটাতে। যে দেশে ভারত, শ্রীলঙ্কা, নেপালের সরকার মহিলা শ্রমিক পাঠাতে ভয় পায় সেখানে বাংলাদেশ সরকারের কি স্বার্থ ছিল, যার জন্য পুরুষদের ভিসার কোন সমাধান না করে মহিলাদের ভিসা খুলে হাসি মুখে ফিরে গেলেন। এটাই কি ছিল আমিরাতের প্রবাসীদের ভাগ্যে।



বিষয়: আন্তর্জাতিক

১২৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306089
২৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
306094
২৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:১৭
হতভাগা লিখেছেন : বাংলাদেশ নারীদের যে সন্মান দিয়েছে পৃথিবীতে তার কোন তুলনা নেই এবং সামনে আসবে কি না তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে । গত ২ যুগ ধরে বাংলাদেশে নারীরা রাজত্ব করছে ।

ফলশ্রুতিতে নারীরা বাংলাদেশকে পর পর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করিয়েছে ।

সে দেশের নারীরা বাইরে গিয়ে দুই-চার পয়সা রোজগার করে দেশে থাকা পরিবারের মুখে হাসি ফোটাবে তা কিছু কিছু পরশ্রীকাতররা সহ্য করতে পারছে না ।

সব কাজেই রিস্ক থাকে । তাই বলে কি কাজ করা বন্ধ হয়ে যায় ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File