একটি অসমাপ্ত ভালবাসা (৫ম পর্ব)

লিখেছেন লিখেছেন আমিনুল হক ১০ জানুয়ারি, ২০১৫, ০১:২১:০১ রাত

কিন্তু আমি নিজের চোখে রেজাল্ট না দেখে শান্তি পেলামনা। তাই ছুটে গেলাম স্কুলের রেজাল্ট লিষ্ট দেখার জন্য। গিয়ে দেখি সত্যিই আমি পাশ করেছি, সেটা দেখে মনটা আনন্দে ভরে উঠল। পাশ করার খুশিতে আমার সকল আত্বীয় সহ বাড়ির সবাইকে মিষ্টি খাওয়ালাম। আর আমি যখন পরীক্ষা দিয়ে ফ্রি ছিলাম তখন আমার এক বন্ধুর মাধ্যমে আমি কম্পিউটার শিখে নিলাম। আর সেই কম্পিউটার ওই আমার জীবনের সবকিছু চেঞ্জ করে দিল। আমি পরীক্ষায় পাশ করায় সব থেকে আমার মা খুশি হয়েছিলেন। আমি পাশ করার পর কলেজে ভর্তি হবার জন্য রানীদের পাশের কলেজে যোগাযোগ করলাম। সব কিছু ঠিক ছিল কিন্তু আম্মা রাজি হলেন না। পরে আমার এলাকার পরিচিত কিছু ভাইদের মাধ্যমে আমার নিকটের কলেজের ফরম সংগ্রহ করলাম, কিন্তু দুর্ভাগ্য বুঝি একেই বলে। একদিকে কলেজে ভর্তি হলাম এবং অন্যদিকে বিদেশ যাবার জন্য পাসপোর্ট বানাতে চলে গেলাম। আর যখনি রানী জানতে পারল যে আমি বিদেশ যাবার জন্য পাসপোর্ট বানাচ্ছি তখন থেকে রাগ করে অনেক দিন আমার সাথে কথা বলল না। আমি যখন রানীকে ফোন দিলাম তখন ও আমার সাথে কথা বলল না। অনেক পরে জানতে পারলাম যে রানী আমার সাথে রাগ করে আছে। তখন মনে হলঃ

হে রানী, তোমার অভিমান,

কি করে করব সমাধান ?

কবে হবে এর অবসান,

ক্লান্ত হয়ে গেল দেহ ও মন, 

কথা বল একবারের মতন।

চোখ ভরে দেখে নেই তুমি, সৃষ্টি অনিবার,

কেনইবা মন বলে তুমি সুন্দরপ্রভুর শ্রেষ্ট উপহার!

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312039
৩১ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো চালিয়ে যান......। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File