বিদায় হতভাগা ২০১৪, স্বাগতম ২০১৫
লিখেছেন লিখেছেন আমিনুল হক ৩১ ডিসেম্বর, ২০১৪, ০১:১৮:১২ দুপুর
২০১৪ সালটা ছিল বাংলাদেশের ইতিহাসের একটি কলংকময়ী বছর। এই বছরে বাংলাদেশে রচিত হয়েছে অনেক ইতিহাস। যা মনে না রাখতে চাইলেও রাখতে হবে। এই সালের ৫ই জানুয়ারী বাংলাদেশে হয়েছে বিশ্বের ইতিহাসে কলংকময়ী নির্বাচন। এই প্রথম নিজের চোখে দেখলাম, যে দল সরকার আবার সেই বিরোধীদল। যে নিজে ক্ষমতায় আবার সে নিজেই প্রার্থী। এমনকি নির্বাচন কমিশন, আইন-শূংখলা বাহিনী, দেশের বিচার বিভাগ, অফিস-আদালত, আর্ন্তজাতিক টাইবুনাল, দুদক, দেশের কিছু হলুদ মিডিয়া সহ সবাই যেন ছিল সরকারের কথার গোলাম। এরপর শুরু হল সাবেক বিরোধীদল বিএনপি হটাও অভিযান। আর বিনা অপরাধে সাবেক বিরোধীদলের সকল ক্ষমতাশালী নেতাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে দেওয়া। পরে অপরাধীদের শাস্তি দেবার নামে হয় আদালত না হয় আর্ন্তজাতিক অপরাধ টাইবুনাল এর মাধ্যমে বানানো রায় দিয়ে সরকারের ক্ষমতায় ঠিকে থাকার প্লান। আর যারা সত্য কথা বলে হয় তাদের সাথে হাত মিলিয়ে না হয় মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া। আর ৫মে ইসলামি প্রেমিদের ওপর অন্যায়ভাবে হামলা করা সহ আরো অনেক কিছু। সত্য বলায় দেশের নামকরা পত্রিকা আমারদেশ, মিডিয়া দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়। রাস্তাঘাটে একে অপরের সাথে মারামারি, পুলিশের অবাধ ক্ষমতায়ন, অন্যায়ভাবে গ্রেপ্তার, ক্রসফায়ার সহ অনেক কিছুই ঘটে গেছে। এককথায়, ক্ষমতায় থাকার জন্য যা যা দরকার সবকিছুই করা হয়েছে। আর সবকিছুর নিরব দর্শক ছিল বাংলাদেশের জনগন। যাদের দুর্দশা, অশান্তি ছিল প্রতিদিনের রুটিন। অপরদিকে সরকার আর সাবেক বিরোধীদল এর মধ্যে ছিল বাঘে সিংহের লড়াই, যা চলবে আগামীতেও। হরতালের নামে দেশে চলেছে অরাজকতা। যার শ্লোগান ছিলঃ
গাড়ি জ্বালাও,
মানুষ পোড়াও,
দেশের মানুষকে শেষ করে দাও
সরকার অথবা বিরোধীদল, আমি কাউকে দোষ না দিয়ে তোমাকেই দায়ী করলাম ২০১৪। অনেক ইতিহাস লিখিয়েছ তুমি হে হতভাগা ২০১৪। তুমি শুধু ইতিহাস হয়েই থাকবে কাগজের পাতায়। ব্যাক্তিগত জীবনেও তুমি দিয়েছ অনেক কষ্ট, লাঞ্চনা। তাই তোমাকে হাসিমুখে বিদায় দিতে পারলামনা ২০১৪।
শুভ কামনা রইল তোমার জন্য হে ২০১৫। দেখার অপেক্ষায় রইলাম, তুমি সুখ নিয়ে আসবে নাকি অন্য কিছু।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন