একটি অসমাপ্ত ভালবাসা (৩য় পর্ব)
লিখেছেন লিখেছেন আমিনুল হক ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৪:৩১:০৪ বিকাল
রানী চলে যাবার পর তার পথের দিকে চেয়ে রইলাম। তখন মোবাইলের যুগ ছিল কিন্তু আমার মোবাইল ছিলনা। তাই ইচ্ছা থাকা সত্তে তার সাথে আর কথা বলতে পারলাম না। অন্যদিকে রানীরও মোবাইল ছিলনা। আমি মাঝে মধ্যে আমাদের ঘরের মোবাইল থেকে রানীর আম্মার মোবাইলে ফোন করে কথা বলতাম। আর এভাবেই চলতে থাকল আমার দিনকাল। কিছুদিনের মধ্যে আমার প্রিটেষ্ট পরীক্ষা চলে আসল। আমি পড়ালেখায় একটু মন দিলাম। আমার জীবনেও পড়ালেখা করতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আমার অবস্থা এমন ছিল যে, যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে আর পড়া হবে না। আসলে আমি ছিলাম অনেক দুরন্তপনা। সবাই আমাকে নিয়ে ভয়ে থাকত। তাই আমাকে মন দিয়ে পড়ালেখা করতে হল। পরীক্ষায় থাকাকালীন সময়ে আর রানীর সাথে কথা হয়নি। এক মাসের মধ্যে আমার পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ হবার পর আমি রানীর সাথে কথাও বললাম। অনেক কথা হল সেই দিন। জানিনা কেন রানীর সাথে কথা বললে আমার মনটা আনমনা হয়ে যেত। যতক্ষন কথা বলতাম ভাল লাগত, কথা বলার পর মনটা হা হা করে উঠত। আসলে তখন বুজতামনা ভালবাসা কি। কিন্তু কেন জানি রানীর সাথে কথা বলার জন্য মনটা আকুল হয়ে থাকত। প্রিটেষ্ট পরীক্ষায় উত্তিন হবার পর আমি ফাইলান এক্সাম দেবার জন্য প্রস্তুত নিলাম। আর মনটাকে এটাই বুঝালাম,
আমি মেঘের মতো চেয়ে থাকি,
চাঁদের মতো হাসি,
তারার মতো জ্বলতে থাকি,
বৃষ্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি শুধু তোমার কথা ভাবি।
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ গল্প ভাল হয়েছে ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন