একটি অসমাপ্ত ভালবাসা (১ম পর্ব),
লিখেছেন লিখেছেন আমিনুল হক ২৪ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৮:০৫ সকাল
জীবনে অনেক মেয়ে দেখেছি। অনেক মেয়ে বন্ধু ও আছে এই জীবনে। কিন্তু আমি এমন একজন মেয়েকে নিয়ে লিখছি যার জন্য চিরকাল আমাকে মনের আগুনে পুড়তে হবে। সে আর কেউ নয়, আমার এক আত্বীয়। তার নাম রানী (ছন্দনাম)। সে ছিল আমার মনের রানী। সে আছে, থাকবে চিরকাল কিন্তু আমার মনের রানী হয়ে। জানিনা বাস্তবে তাকে রানী হিসেবে পাব কিনা। কারন আছে অনেক। ধারাবাহিক ভাবে সব কিছুই লিখব।
রানী আমার সর্ম্পকে খালাত ছোটবোন। দেখতে যেন ঠিক রাজকন্যা। সে আমার থেকে বয়সে ১ বছরের ছোট। আজ সে অনেক বড় হয়ে গেছে। রানী ছিল একটু অহংকারী। সে সব সময় নিজেকে নিয়ে থাকতে ভালবাসত। সেই ছোটবেলা থেকে দেখে আসছি রানীকে। রানী ছিল একটু একরোকা টাইপের। আর ও সবসময় একা একা থাকতে ভালবাসত, কম কথা বলত। কিন্তু রানী ছিল খুব অহংকারী। আর আমি অহংকারীকে দুই চোখে দেখতে পারিনা। কিন্তু জানিনা রানীকে কেন যেন এত ভাল লাগে। আজ পর্যন্ত রানীকে দেখার জন্য মনটা খুব চটপট করে। ইচ্ছে করে আকাশে উড়ে যাই রানীর কাছে। বলি আমার মনের সব কথা। আজ আমি প্রবাসে, আর এই প্রবাস জীবনটাই আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। নিজের ইচ্ছা মত কোন কিছু করতে পারিনা। পারিনা রানীর সাথে কথা বলতে।
আজ মনে পড়ে সেই কথাগুলো,
কিছু রাত কেটে যায় স্বপ্ন বিহীন..
কিছু আশা ভেঙ্গে যায় নীরবে..
কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে.. কিছু মানুষ দুরে হারায় কিছু না বলে..!!
২য় পর্ব আসছে . . . . . . . . . . . . . . .
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন