আজকের বাংলাদেশ ও সরকার এর ভূমিকা

লিখেছেন লিখেছেন আমিনুল হক ২২ ডিসেম্বর, ২০১৪, ০২:৫১:১৯ দুপুর

বাংলাদেশ আমার জন্মভূমি, আমি আমার দেশকে অনেক ভালবাসি। প্রবাস জীবনটা বড়ই কষ্টের। যারা প্রবাসে থাকে তারা বুঝে কষ্ট কাকে বলে। মাথার ঘাম পায়ে ফেলে, নিজের জীবনকে বাজি রেখে রাত-দিন পরিশ্রম করে টাকা উপার্জন করে যাতে দেশে পরিবারটা ঠিকমত চলতে পারে। কিন্তু আমার বলতে ও লজ্জা করে যে এমন এক দেশে জন্মেছি যেখানে সরকার শুধু মানুষ মারার জন্য ক্ষমতায় আসে আর জনগনের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ক্ষমতার ব্যবহার করে নামে মাত্র কিছু মানুষকে কোটিপতি বানিয়ে দিয়ে যায় জনগনের টাকায়, আর জনগন বোকার মত সারাদিন কাজ করে একটু শান্তির জন্য । সরকার কোন কাজের কাজ করেই না বরং বড় বড় ভাষন পাবেন আমাদের সরকারের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সরকারের বড় বড় মন্ত্রীর কাছে। দিন দিন দ্রব্যমূল্যের দাম বেড়েই চলছে, কমার কোন নাম নাই। আর চলছে গুম, হত্যা, জালাও পোড়াও কমকান্ড। বাংলাদেশের আইন শূংকলা বাহিনী রাখা হয় দেশের মানুষকে নিরাপত্তা দেবার জন্য অথচ সেই বাহিনী মানুষকে নিরাপত্তা দেবার বদলে ঘর থেকে উঠিয়ে নিয়ে গুলি করে মেরে ফেলে না হয় মেরে তক্তা বানিয়ে দেয়। আসলে কোন দেশে বাস করতেছি আমরা, এই বাংলাদেশ ১৯৭১ এর স্বাধীন বাংলাদেশ হতে পারেনা। আর কাকে কি বলব, এত কষ্ট করে কাজ করে টাকা উপাজন করি নিজের জন্য, দেশের জন্য। যে প্রবাসীদের কষ্টে অর্জিত রেমিডেন্স দিয়ে সরকার নিজের উন্নয়ন করছে কিন্তু আমরা যারা দিনের দিনের পর দিন প্রবাসে নানা সমস্যার মুখোমুখি হচ্ছি তাদের জন্য সরকার কোন উদ্দেগ্য নিচ্ছে না। আজ ৩ বছর ধরে আরব আমিরাতের ভিসা সহ সবকটি আরব দেশগুলোর ভিসা বন্দ হয়ে আছে, এইদিকে সরকারের কোন মাথা ব্যাথা নাই, সরকার কমতার নেশায় ব্যস্ত। আরব আমিরাতে কোথায়ও ভিসা বদলানো যাচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমিরাত সফর করে গেলেও ভিসা জটিলতার সমাধান হয়নি। আর এই আরব দেশেই বাংলাদেশের লাখ লাখ শ্রমিক কাজ করে।

আল্লাহ জানেন কবে এই সব সমস্যার সমাধান হবে। আমার মনে হয় বাংলাদেশে সরকার বদলে যাবে কিন্তু আগামী ৫ বছরেও এসব সমস্যার সমাধান হবেনা।

বিষয়: আন্তর্জাতিক

৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File