গাজীপুরের সমাবেশ ও ১৪৪ ধারা

লিখেছেন লিখেছেন মুসলিম বাঙালী ২৭ ডিসেম্বর, ২০১৪, ০১:৩২:৪৫ রাত

সমাবেশ যাদের করার কথা ছিল তারাই নাকি সমাবেশ করবে না।পঞ্চাশ,ষাট,সত্তর এমনকি আশির দশকে ও মুক্তিকামী,সংগ্রামী মানুষ সৈরাচারদের কোন বাধা তোয়াক্কা করে নি।১৪৪ ধারা জনতার প্রতিবাদ মিছিল আটকাতে পারে নি।

বিএনপি হয়তো আন্দোলনের শুরুতে কোন বিশৃংখলা,হযবরল অবস্থা এড়িয়ে যাওয়ার কৌশলে সমাবেশ স্থগিত করেছে কিন্তু আওয়ামী লীগ আন্দোলনের গতিপথকে বাধাগ্রস্ত করার কৃতিত্ব দাবী করতেই পারে।

গনগ্রেফতার কিন্তু শুরু হয়ে গেছে।

এখন আন্দোলন ভিন্ন পিছপা হওয়ার সুযোগ নেই।

এই অবৈধ,দখলদার সৈরাচারও তার লুটেরা বাহিণী থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হবে।

জানবাজ কর্মীদের এখন বড় প্রয়োজন। সত্য ও ন্যায়ের শাসন বাস্তবায়নে কিছু উন্মাদের প্রয়োজন।

আল্লাহ মজলুমদের সাহায্য করুন। আমীন

বিষয়: বিবিধ

৯৫৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297386
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪৮
udash kobi লিখেছেন : ১৪৪ ভাঙ্গা আর সমাবেশ করার কথা বলাটা আমাদের কাছে কৌতুক ছিল!




যাক! মিথ্যে করে দেয় নি বি এন পির মহান নেতারা।।।
297404
২৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৩৪
শেখের পোলা লিখেছেন : ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে জনগন অার রাজি নয় বোধ হয়৷ নেতারা কেউ পথে নামেনা, গুলি খায়না৷ জনতা সংগ্রামকরে সরকার বদলায় মানে বোতল বদলায়, মদ কিন্তু আগের মতই থেকে যায়৷
297420
২৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০৭
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File