অন্ধকারের হাতছানি
লিখেছেন লিখেছেন মুসলিম বাঙালী ২৬ ডিসেম্বর, ২০১৪, ০১:২৮:৫৪ রাত
রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতের দামামা আবারও বাজছে।আবারওজ্বলবে সেই হিংসা-ক্রোধের দাবানল।জ্বলবে পৃথিবী,পুড়বে সম্পদ,মরবে কত শত মানুষ।সহিংসতার কালো ধোঁয়া গ্রাস করবে সভ্যতা।না জানি কত লাশ পড়বে,না জানি কত শতের রক্তে রন্জিত হবে এ পবিত্র ভূমি। ক্ষমতার নেশায় উন্মত্ত হয়ে ধ্বংসে নামিবে কত প্রাণ।ভেঙে চূড়ে খানখান হবে কত বাহন।ককটেলের আঘাতে উরে যাবে কত পথিকের অঙ্গ- প্রত্যঙ্গ। বুলেটের আঘাতে টলে পড়বে কত প্রতিবাদী স্বর।দাঙ্গা-হাঙামায় পড়ে রবে কত দেহ নিথর।নষ্ট হবে ব্যবসা- বাণিজ্য,ব্যহত হবে জীবনের যাত্রা,দুর্ভোগ চেপে বসবে গ্রামে- গন্জে,হাহাকার পড়বে নিম্নবিত্তের।
দূর আকাশে মেঘের ঘনঘটা,তিমির রাত্রিতে ঝড়ের পূর্বাভাস,প্রলয়করী ঘূর্ণি না শুনিবে কারো আহ্বান।
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন