## মনের যে সব কথা চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে । ##
লিখেছেন লিখেছেন লিচু চোর ০০৭ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৫১:৫৩ বিকাল
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো জ্বালিয়ে দেওয়া হোক। বিল্ডিং গুলো ধ্বসিয়ে দিয়ে সেখানে চাষাবাদের ব্যাবস্থা করা হোক। চাষ করা হোক, আলু, মুলা, গাজর, কপি, মিষ্টি কুমড়া। বিশ্ববিদ্যালয়ের চেয়ে এদেশে কৃষি জমির প্রয়োজনীয়তা অনেক বেশী।
বিশ্ববিদ্যালয় রেখে লাভ কী? এখান থেকে তো মানুষ তৈরী হয় না, অমানুষ তৈরী হয়। কিছু মূর্খ, স্যাডিস্ট, সাইকো, সেক্স ম্যানিয়াক আর এক চোখা দজ্জাল তৈরী হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন কিছু নিয়ে গবেষণা, নতুন আবিষ্কার তো দূরে থাক, এরা এসব নিয়ে ভাবেও না। নাহ, ছেলেরা মেয়ে পটানোর কৌশল নিয়ে গবেষণা ঠিকই করছে, মেয়েরা আবিষ্কার করছে ছেলেদের ধোকা দেবার লেটেস্ট মেথড।
এই এক চোখা দজ্জাল গুলো নিজেদের প্রগতিশীল দাবি করে, অথচ এদের মগজ গতিহীন, স্থির, হাজামাজা ডোবা, পুকুরের মতই স্তব্ধ, যেখানে জন্ম নেয়ে ছোট বড় নোংরা নানা প্রজাতির কীট। প্রগতিশীলতা দেখাতে গিয়ে এরা প্রায়ই বলে, " আই হেইট পলিটিক্স", কিন্তু নিজের স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক নেতাদের পা চাটতে দ্বিধা করে না। ইদানীং এদের স্ট্যাটাস, "রাজনীতি বুঝি না, কিন্তু খালেদা জিয়া মানুষ পুড়িয়ে মারছে। কী বীভৎস!"
কিন্তু ওদেরকে যখন বলা হয়, পেট্রোল বোমা নিয়ে স্পট থেকে যারা ধরা পড়েছে, সবাই যুবলীগ ছাত্রলীগ কর্মী! তখন এরা চুপসে যায়, আমতা আমতা করে!
প্রায়ই এসব তথাকথিত দেশপ্রেমিকের মেকি কান্নার আওয়াজ শোণা যায় " আহা, হরতালে দেশের ক্ষতি হচ্ছে!"
নব্য গুন্ডারা, যাদেরকে আদর করে বিভিন্ন নামে ডাকা হয়, র্যাব পুলিশ বিজিবি, এরা আজ স্কুল ছাত্রকে ধরে নিয়ে খুন করছে, কাল কলেজ শিক্ষককে, পরশু মুয়াজ্জিনকে। যাদের হাত থেকে রেহাই পাচ্ছে না ২ বছরের সন্তানের জননীও, পরিবারের সবচেয়ে বয়স্ক ৭০ বছরের বৃদ্ধটি।
এ ব্যাপারে এসব তথাকথিত "নিরপেক্ষ" দেশপ্রেমিকরা টু শব্দটি করে না। এদের চোখে পানি আসে না।
আসলে বিশ্ববিদ্যালয়ের এসব তরুনের দেশপ্রেমের দৌড় ক্রিকেট খেলা পর্যন্তই। এরা ভন্ড, মানবতা শুধুই লোক দেখানো। বিশ্ববিদ্যালয়কে বলা যায় এক চোখা হরিণের চারণ ভূমি।
এখন বিশ্ববিদ্যালয় গুড়িয়ে দিয়ে কৃষি জমি বানানো হোক। সবজি চাষ করা যাবে, গরু চারণ করা যাবে। এক চোখা হরিণের চেয়ে গরুর মূল্য অনেক বেশী!
(কাউসার আলম ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস)
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"আই হেইট পলিটিক্স" একটা হাস্যকর ফ্যাশন। রাজনিতি ভিন্ন পৃথিবি কখনই ছিলনা। এই ধরনের পলায়নপর মনোভাব সৃষ্টির মাধ্যমে তরুনদের দেশপ্রেম ধ্বংস হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন