%%%% একটি ,আবুল মালীয় রাশিফল-২০১৫%%%% $$$$$(THE ABUL MAL)$$$$$
লিখেছেন লিখেছেন লিচু চোর ০০৭ ০৪ জানুয়ারি, ২০১৫, ০৩:৫৯:০৬ রাত
বন্ধুরা.… নতুন বছর শুরু হয়ে গেল। এই বছরটা মানে ২০১৫ সাল বিভিন্ন ব্যাক্তিদের কিভাবে কাটবে তার রাশি ফল প্রকাশ করা হল।
জাফর ইকবাল - উনি ষাঁড় রাশির জাতক। "চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না খায় ধরা ", এই পরীক্ষায় এ বছর উতরে গেলে উনি এ বছর আরো সফল হবেন। এ বছর কলাম লেখা অশুভ,রোমান্স শুভ।
ফখরুল ইসলাম আলমগীর ঃ উনি বিলাই রাশির জাতক। এই রাশির লোক অনেক শান্ত শিষ্ট, লেজ বিশিষ্ট থাকে। কোন ঝামেলায় জড়াতে চায় না। তাই এ বছরও ওনাকে যথেষ্ট শান্ত দেখা যেতে পারে। বিদেশ যাত্রা অশুভ।
সাকিব আল হাসানঃ উনি মীন রাশির জাতক,এই রাশির লোকজন মিনমিনা টাইপের ও পুরাই বউ পাগল। এ বছরও তাই বউকে নিয়ে আলোচিত থাকবেন। এ বছন তিনি নতুন সন্তানের আগমনের খবর পেতে যাচ্ছেন।
ওবায়্দুল কাদেরঃ উনি পাঠা রাশির জাতক,একটু সহজ সরল টাইপের। এ রাশির লোক খুবই আশাবাদী এবং অন্যকেও আশা দিতে ভালবাসে।তাই এ বছরও আমাদের শুনতে হবে - না না পদ্মা..… সেতু হবেই।এখন মাটি ভরাটের কা.…জ চলছে। ঈঈ নিয়ে… কোন রাজনীতি চলবেনা।
সৈয়দ মহসীন আলীঃ উনি কুত্তা রাশির জাতক। এ রাশির লোক সব সময় বেহুদা চিল্লা চিল্লিতে থাকতে পছন্দ করে। সব সময় সমালোচনার মধ্যে থাকে। এ রাশির লোক বেশির ভাগ নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করে। এ বছর তার প্রথম দিকটা ভালই ভালই কাটবে,তবে শেষের দিকে একটা বিপদ আসতে পারে।
গোলাম মাওলা রনিঃ উনি বাদুড় রাশির জাতক। এ রাশির লোক যে মুখ দিয়া খায় সেই মুখ দিয়া হাগে। এ বছরটা ওনার লীগের দিক থেকে,বিএনপির দিক থেকে ও জামাতের দিক থেকে পটু মারা খেতে খেতে যেতে হবে। তবে এ রাশির লোক খুবই বুদ্ধিমান সম্পন্ন তাই খুব একটা বিপদে পড়বেনা।
হুমো এরশাদঃ ওনার রাশি নিয়ে রাশিমালার গনকগন পর্যন্ত কনফিউজড । একবার তুলা রাশি তো একবার মকর রাশি,আবার একবার সিংহ রাশি ত আরেকবার কন্যা রাশি।
তবে এরশাদ নিজেই মনে করে উনি কন্যা রাশির জাতক। এ বছরও এ রাজনীতিবিদ যথেষ্ট কনফিউশনে থাকবে। রোমান্স শুভ।
নায়লা নাঈমঃ উনি কোকাকোলা রাশির জাতক। এ রাশির লোক মোটেও গরম সহ্য করতে পারে না। এ বছরও উনি যথেষ্ট অর্থ কষ্টে পড়বেন।তাই এ বছরও তাকে ছিন্ন মুল বস্রহীন দেখা যাবে। খাদ্য অভাবে ওনার গালের মাসগার্ড ভাঙ্গা ও শরীরের হাড্ডি দেখা যাবে। বিদেশ যাত্রা শুভ।
(THE ABUL MAL)
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাস্তবিক রাশিফলে বিশ্বাস করা একেবারেই বোকামী!
কিন্তু আপনার উপস্হাপিত রাশিফল পড়ে রাশিরাশি বিনোদন পেলাম!
অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ!
মন্তব্য করতে লগইন করুন