***********ডিজিটাল কবিতা*********** ( সৌজন্যে -- ৭৫ টিভি )

লিখেছেন লিখেছেন লিচু চোর ০০৭ ০২ জানুয়ারি, ২০১৫, ১১:৩৩:৩১ রাত

*****ডিজিটাল কবিতা *****

"

"

সন্ত্রাসী !! সন্ত্রাসী !!

"

"

কোথা যাও নাচি নাচি..?

"

"

দাড়াও না একবার ভাই...

"

"

ঐ ব্যাটা টাকা গুনে...?

"

"

যাই তাহা আহরনে

"

"

দাড়াবার সময় তো নাই...

"

"

মাস্তান !! মাস্তান !!

"

"

সাথে নিয়ে পোলাপান

"

"

কোথা যাও বলে যাও শুনি..?

"

"

এখন না দিও বাধা...

"

"

তুলিয়াছি বহু চাদা

"

"

নিজে নিজে ভাগ করে গুনি...

"

"

পুলিশ ভাই !! পুলিশ ভাই !!

"

"

নিরাপত্তা কোথায় পাই...?

"

"

রাস্তায় চলা বড় দায়...

"

"

ঐ চৌ রাস্তা মোড়ে..

"

"

চেক পোষ্ট সেট করে..

"

"

জনপ্রতি একশ চাদা তুলি..

"

"

আমরা ইহাকেই নিরাপত্তা বলি..

( সমস্ত ক্রেডিট ৭৫ টিভির)

বিষয়: বিবিধ

২০৯৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298838
০২ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কোন এক পরিচিত কবিতার থিম নকল করেছেন। আপনি তো আসলেই চোর Tongue Tongue
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:৩৫
241956
লিচু চোর ০০৭ লিখেছেন : এই জন্য আমার নাম ই লিচু চোর । ভাই শুধু চোর কিন্তু না, " লিচু চোর"
298840
০২ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫১
আফরা লিখেছেন : লিচু চোর ভাইয়া ডিজিটাল কবিতার জন্য আপনাকে ডিজিটাল ফুল ।



২দিন আপনাকে দেখলাম না চোর ভাইয়া !
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:৩৭
241957
লিচু চোর ০০৭ লিখেছেন : আপু, আবারও !! আমি কিন্তূ কান্দাইলামু---- আমি"লিচু চোর"
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০২:০৩
241971
আফরা লিখেছেন : কেন কাঁদবেন কেন আপনি তো চোর ই মানে লিচু চোর ।
298856
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:২৯
দুষ্টু পোলা লিখেছেন : মাইনাস
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০২:৩০
242135
লিচু চোর ০০৭ লিখেছেন : মাইনাস x মাইনাস = udash kobi বলেছেন পিলাচ । হা--হা--হা-----
298867
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০২:০৯
udash kobi লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০২:৩২
242136
লিচু চোর ০০৭ লিখেছেন : পিলাচ x পিলাচ = পিলাচ . ধন্যবাদ ।
298897
০৩ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:১৯
কাহাফ লিখেছেন :
চোরের কর্মে আপনি যথার্থই মুন্সিয়ানার পরিচয় দিলেন 'ব্লগার-লিচু চোর০০৭'
অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ!!!
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০২:৩৩
242137
লিচু চোর ০০৭ লিখেছেন : বাংলাদেশ চোর লীগ , ---- হা হা হা !!!! এটা কিন্তূ দেবদাসের স্বপ্ন ছিল।
298900
০৩ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:০৫
শেখের পোলা লিখেছেন : হাসুবুর ডাল কুকুরে,
বোশেখের ঠিক দুপুরে
কড়া ধরে দিচ্ছে নাড়া,
বলি বাবা একটু দাঁড়া৷
দরজা যেই খুলেছি,
মনে হল ভুল করেছি,
ও বাবা রামদা হাতে,
মারবী মার আমার মাথে৷
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০৩:০১
242139
লিচু চোর ০০৭ লিখেছেন : শেখের পোলা ভাই, আপনিত একদম ফাটিয়ে দিলেন------- শেখের বেটির মাথা।
298918
০৩ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৯
পুস্পগন্ধা লিখেছেন : হায়রে ! এতো সবকিছুই চুরি করা শুরু করল............

ভাই আপনার নেক্সট টারগেট কি?
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০৩:০৮
242140
লিচু চোর ০০৭ লিখেছেন : হুম----
আমার নেক্সট টারগেট ------হা -হা-হা ,আবাল এবং ষাঁড়দের ইজ্জত চুরি করা। বুঝেন নাই, খুলে বলতেছি.। ষাঁড় যাফ্রিকবাল, এবং নাস্তিক দের আন্ডার ইন্সট্রুমেন্ট গুলো চুরি করে প্রচার করা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File