**********একটি শীতের সকালে শাহাফাকের মোড়ে*********

লিখেছেন লিখেছেন লিচু চোর ০০৭ ২৯ ডিসেম্বর, ২০১৪, ০১:৩২:০৫ রাত



প্রিয় দর্শক আবাল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি আমি চুন্নি সাহা ।আমি এখন দাড়িয়ে আছি সাহাফাকের সেই চেতনা মোড়ে, যেখানে জড়সড় হয়ে শীতের বিরুদ্ধে চেতনা যুদ্ধ করে যাচ্ছেন দেশের নবীন এবং প্রবীণ তেনা যুদ্ধারা। আপনারা জানেন সারা দেশে তিন দিন ধরে শৈত্য প্রবাহ চলছে। শীতে পুরো দেশ কাপছে যাকে বলে ভুমিকম্প ছাড়া কাপাকাপি। আপনাদের এখন নিয়ে যাব কিছু সাধারন জনগনের কাছে তাদের কাছে শীত কেমন লাগছে এই বিষয়ে জানার জন্য।

- আজ কি আপনি গোসল করেছেন?

- দেখুন শীতকালে কাউকে গোসল করেছেন কিনা এই প্রশ্নটা করা মানবাধিকার লংঘনের পর্যায় পড়ে। এ অন্যায়,এ ভীষন অন্যায়।

- আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি।

দর্শক এই দিকে আরেকজন আছে

- ভাইয়া আজ কি আপনি গোসল করেছেন?

- মাথায় ঝাকড়া চুল,মুখে খোঁচা খোঁচা দাড়ি,গায়ে পান্জাবি,কাধে চটের থলে দেখে বুঝতে পারছেন না ? আমি চারুকলার ছাত্র।

- হে হে,বুঝতে পেরেছি বুঝতে পেরেছি,তা ভাই কয় দিন?

- দেড় মাস।

দর্শক,এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি।

- ভাই আজ তো প্রচন্ড শীত…

- একটা সিগারেট হবে?

- সরি.…

- ও নুরজাহান.…

- নুরজাহান কে?

- আমার প্রেমিকা, ও আর নেই। ও নুরজাহান..…

- তিনি কি এই শৈত্য প্রবাহে মারা গেছে।

- না… এই শৈত্য প্রবাহে বিয়ে হয়ে গেছে।

- ও আচ্ছা… আমরা আপনার আত্নার মগফেরাত কামনা করছি। প্রিয় দর্শক… প্রতি বছর শীত আসলেই এরকম হাজার হাজার তরুনের মন ভেঙ্গে খান খান হয়ে যায়। এই শীত তরুন সমাজের জন্য আসলেই একটা কুফা ঋতু।

দর্শক একজন বয়ষ্ক লোক দেখতে পাচ্ছি।দেখে মনে হচ্ছে উনি আমাদের ষাঁড় ---- বাল ।

- ষাঁড়, আজ কি আপনি গোসল করেছেন ?

- দেখুন সময় এখনই ভাবার সময়,আগামী ৩০ বছর পর দেশের ৯০ ভাগ নদী শুকিয়ে যাবে।পানি হাজার হাজার ফুট নিচে চলে যাবে। দেশ অর্ধেক মরুভুমি হয়ে যাবে। আমরা কি একবারও আগামী প্রজন্মের জন্য ভেবেছি? এখন যদি সপ্তাহে ৭ দিনই গোসল করে পানি অপচয় করি তাহলে আগামী প্রজন্ম তো পানির অভাবে ৭ মাসে একদিন গোসল করবে ।

- হে হে আংকেল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি।

এখানে আরেকজন আছে, মনে হচ্ছে উনি জমির চাচা !!!!!

- চাচা আজ গোসল করেছেন?

- জী ভাইস্তি করেছি

- বাহ… এতক্ষনে একজন পেলাম। তো ভাই আপনি কি প্রতিদিন গোসল করেন?

- না ভাই ১ মাস পর আজ করলাম।

আমরা এখন আরেকজনের কাছে যাব ইনি মনেহয় একজন সাধারণ পথচারী ।

- ভাই গোসল করেছেন?

- না… মানত করেছি।

- কিসের মানত?

- গোসল না করার মানত।

- ভাই একটু খুলে বলুন।

- যত দিন এই জালিম সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করে সরকারের পতন করতে পারবেনা তত দিন আমি গোসল করবনা।

- ভাই আপনি তো তাহলে গিনেজে নাম উঠাবেন

- কিসের?

- সর্বচ্ছো দিন গোসল না করে থাকার রেকর্ড।

আমরা আরেক জনের কাছে যাই।

- ভাই আজ কি গোসল করেছেন?

- একটু সুরে সুরে বলি?

- বলুন।

- খাতি শুতি বেলা গেল নাতি পারলাম না.…

ওরে সদর উদ্দিনের মা

খাতি শুতি বেলা গেল নাতি পারলাম না… ……

( কিছুটা পরিবর্তিত, সকল কৃতজ্ঞতা ফেসবুক সেলিব্রেটি Abul Mal ভাইয়ের)

(THE ABUL MAL PRODUCTION )

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297806
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:১৮
কাহাফ লিখেছেন :
শীতের প্রকোপে বিম্পিরা জইমা গেছে তো! আন্দোলন করে সরকার পতন বহউত দূর কা বাত!!!
লোকটার গোসল করা কখন যে হবে......!!!
Praying Praying Praying
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৮
241314
লিচু চোর ০০৭ লিখেছেন : আমার ও সেটাই মনে হয়।
297821
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৩
হতভাগা লিখেছেন : এই রকম শীতের সকালে কেউ ঘর থেকে বের হয় ?

তাও যদি গরম গরম খিচুড়ি/বিরিয়ানীর ব্যবস্থা থাকতো তাহলে না হয় কথা ছিল ।
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৯
241315
লিচু চোর ০০৭ লিখেছেন : তেতুল আছে না !!!!
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৬
241316
হতভাগা লিখেছেন : ঠান্ডার মধ্যে তেতুঁল ? দাঁত শির শির করা ডবল হয়ে যাবে যে !
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
241321
লিচু চোর ০০৭ লিখেছেন : এই তেতুঁল শরীর গরম রাখবে,যদিও একটু দাঁত শির শির করবে !!এই একটু মেনে নেওয়া ভাল ।
297834
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৯
লজিকাল ভাইছা লিখেছেন : হা--হা--হা !! লিচু চোর ভাই/ আপু , মিরজা ফখরুলের একটি ওনুভুটি কি সেটা, থাকলে আরো ভাল লাগত । ধন্যবাদ আপনাকে ও আবুল মাল কে ।
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
241317
লিচু চোর ০০৭ লিখেছেন : হা---হা----হা--- ওশালা হিজড়া, আবার কি বলবে !!
297844
২৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৪
নাবিলা লিখেছেন : ভালো লাগলো
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০১
241318
লিচু চোর ০০৭ লিখেছেন : ধন্যবাদ ভাইজান
297862
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার অনুভুতি........

বাঁশ দিয়া নালায় ফেলে রিপোর্টার কে গোসল করাব!!!
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০২
241319
লিচু চোর ০০৭ লিখেছেন : এটা ঠিকই বলছেন !! আগে ঐ রিপোর্টার কে গোসল করানো দরকার ।
297937
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৯
আফরা লিখেছেন : মজা পেয়েছি চোর ভাইয়া ধন্যবাদ ।
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৩
241320
লিচু চোর ০০৭ লিখেছেন : মজা পেয়েছেন !!!! আপনাদের বাড়িতে কি লিচু গাছ আছে ??
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
241370
আফরা লিখেছেন : না আমাদের বাড়িতে লিচু গাছ নাই আমরা দোকান থেকে কিনে খাই মাঝে সাঝে কারো গাছেরটা চুরি করিনা।
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
241481
লিচু চোর ০০৭ লিখেছেন : চাপাই তে একটা বাড়ি করব। লিচু খাওয়ার জন্য ।
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
241492
আফরা লিখেছেন : চাপাই সেটা আবার কি চোর ভাইয়া সরি লিচু চোর ভাইয়া ।
298058
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০১
নোমান২৯ লিখেছেন : আমি কনফিউজড।ভাল্লাগ্লো না খারাপ লাগ্লো !
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৯
241322
লিচু চোর ০০৭ লিখেছেন : আমি ও কনফিউজড কি বলব আপনাকে ! দুনিয়াতে এই একটা রোগ যার ভালাই নেই ।
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
241325
নোমান২৯ লিখেছেন : শুধুই কি লিচু ? না আরো আইটেম আছে ?Tongue Tongue
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৫
241482
লিচু চোর ০০৭ লিখেছেন : কেমতে বুঝলেন !!!! আর আছে: আম, জাম, কাঠাল, নারিকেল --------

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File