**********একটি শীতের সকালে শাহাফাকের মোড়ে*********
লিখেছেন লিখেছেন লিচু চোর ০০৭ ২৯ ডিসেম্বর, ২০১৪, ০১:৩২:০৫ রাত
প্রিয় দর্শক আবাল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি আমি চুন্নি সাহা ।আমি এখন দাড়িয়ে আছি সাহাফাকের সেই চেতনা মোড়ে, যেখানে জড়সড় হয়ে শীতের বিরুদ্ধে চেতনা যুদ্ধ করে যাচ্ছেন দেশের নবীন এবং প্রবীণ তেনা যুদ্ধারা। আপনারা জানেন সারা দেশে তিন দিন ধরে শৈত্য প্রবাহ চলছে। শীতে পুরো দেশ কাপছে যাকে বলে ভুমিকম্প ছাড়া কাপাকাপি। আপনাদের এখন নিয়ে যাব কিছু সাধারন জনগনের কাছে তাদের কাছে শীত কেমন লাগছে এই বিষয়ে জানার জন্য।
- আজ কি আপনি গোসল করেছেন?
- দেখুন শীতকালে কাউকে গোসল করেছেন কিনা এই প্রশ্নটা করা মানবাধিকার লংঘনের পর্যায় পড়ে। এ অন্যায়,এ ভীষন অন্যায়।
- আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি।
দর্শক এই দিকে আরেকজন আছে
- ভাইয়া আজ কি আপনি গোসল করেছেন?
- মাথায় ঝাকড়া চুল,মুখে খোঁচা খোঁচা দাড়ি,গায়ে পান্জাবি,কাধে চটের থলে দেখে বুঝতে পারছেন না ? আমি চারুকলার ছাত্র।
- হে হে,বুঝতে পেরেছি বুঝতে পেরেছি,তা ভাই কয় দিন?
- দেড় মাস।
দর্শক,এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি।
- ভাই আজ তো প্রচন্ড শীত…
- একটা সিগারেট হবে?
- সরি.…
- ও নুরজাহান.…
- নুরজাহান কে?
- আমার প্রেমিকা, ও আর নেই। ও নুরজাহান..…
- তিনি কি এই শৈত্য প্রবাহে মারা গেছে।
- না… এই শৈত্য প্রবাহে বিয়ে হয়ে গেছে।
- ও আচ্ছা… আমরা আপনার আত্নার মগফেরাত কামনা করছি। প্রিয় দর্শক… প্রতি বছর শীত আসলেই এরকম হাজার হাজার তরুনের মন ভেঙ্গে খান খান হয়ে যায়। এই শীত তরুন সমাজের জন্য আসলেই একটা কুফা ঋতু।
দর্শক একজন বয়ষ্ক লোক দেখতে পাচ্ছি।দেখে মনে হচ্ছে উনি আমাদের ষাঁড় ---- বাল ।
- ষাঁড়, আজ কি আপনি গোসল করেছেন ?
- দেখুন সময় এখনই ভাবার সময়,আগামী ৩০ বছর পর দেশের ৯০ ভাগ নদী শুকিয়ে যাবে।পানি হাজার হাজার ফুট নিচে চলে যাবে। দেশ অর্ধেক মরুভুমি হয়ে যাবে। আমরা কি একবারও আগামী প্রজন্মের জন্য ভেবেছি? এখন যদি সপ্তাহে ৭ দিনই গোসল করে পানি অপচয় করি তাহলে আগামী প্রজন্ম তো পানির অভাবে ৭ মাসে একদিন গোসল করবে ।
- হে হে আংকেল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি।
এখানে আরেকজন আছে, মনে হচ্ছে উনি জমির চাচা !!!!!
- চাচা আজ গোসল করেছেন?
- জী ভাইস্তি করেছি
- বাহ… এতক্ষনে একজন পেলাম। তো ভাই আপনি কি প্রতিদিন গোসল করেন?
- না ভাই ১ মাস পর আজ করলাম।
আমরা এখন আরেকজনের কাছে যাব ইনি মনেহয় একজন সাধারণ পথচারী ।
- ভাই গোসল করেছেন?
- না… মানত করেছি।
- কিসের মানত?
- গোসল না করার মানত।
- ভাই একটু খুলে বলুন।
- যত দিন এই জালিম সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করে সরকারের পতন করতে পারবেনা তত দিন আমি গোসল করবনা।
- ভাই আপনি তো তাহলে গিনেজে নাম উঠাবেন
- কিসের?
- সর্বচ্ছো দিন গোসল না করে থাকার রেকর্ড।
আমরা আরেক জনের কাছে যাই।
- ভাই আজ কি গোসল করেছেন?
- একটু সুরে সুরে বলি?
- বলুন।
- খাতি শুতি বেলা গেল নাতি পারলাম না.…
ওরে সদর উদ্দিনের মা
খাতি শুতি বেলা গেল নাতি পারলাম না… ……
( কিছুটা পরিবর্তিত, সকল কৃতজ্ঞতা ফেসবুক সেলিব্রেটি Abul Mal ভাইয়ের)
(THE ABUL MAL PRODUCTION )
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শীতের প্রকোপে বিম্পিরা জইমা গেছে তো! আন্দোলন করে সরকার পতন বহউত দূর কা বাত!!!
লোকটার গোসল করা কখন যে হবে......!!!
তাও যদি গরম গরম খিচুড়ি/বিরিয়ানীর ব্যবস্থা থাকতো তাহলে না হয় কথা ছিল ।
বাঁশ দিয়া নালায় ফেলে রিপোর্টার কে গোসল করাব!!!
মন্তব্য করতে লগইন করুন