কোথায় !! আজ ষাঁড় আর বাঁদরের বাচ্ছারা !! আজ কি মানবতা কাঁদে না।

লিখেছেন লিখেছেন লিচু চোর ০০৭ ২৪ ডিসেম্বর, ২০১৪, ০৬:২৪:৪১ সন্ধ্যা



ভারতে জঙ্গি হামলায় প্রায় ৭০ জন, কোন কোন মিডিয়ার মতে ৫০ জন নিহত............গত ১৬ ডিসেম্বর পাকিস্থানে জঙ্গি হামলায় শিশুসহ ১৪০ জন নিহত হয়| তখন দেখলাম আমাদের দেশের তথাকথিত হলুদ আলো, ও ভাদা-নিউজগুলো পাকিস্থানের জঙ্গি হামলা নিয়া কি তুলকালাম-ইনা করলো(যদিও আমি মনে করি এমন সমালোচনা করা যুক্তিযুক্ত), ব্লগের কিছু ষাঁড়, আবাল এটা নিয়ে ইসলাম এবং মুহাম্মদ (সঃ)এর উপর চরম আঘাত করে পোষ্ট দিল, ব্লগ , ফেসবুক এ টুঁ মারাটাই দায় হয়ে গিয়েছিল । তখন..মাঝে মাঝে আমার মনে হত: জঙ্গি হামলা বুজি আমাদের বাংলাদেশে হয়েছে..!!...একাধারে ৪-৫ দিন সংবাদের হেড নিউজ করলো ,,,,তখন মনে হলো তাদের মত মানবতাবাধি বুজি আর কেউই নাই,... তারা উঠে পরে লাগলো কিভাবে পাকিস্থানের জঙ্গিদের সাথে ইসলামকেও ট্যাগ করা যায়,,,...অবাক করার বিষয় হল: এখন যখন তাদের ভারতীয় প্রভুদের দেশে জঙ্গি হামলা, এবং হামলাটা করলো অন্য ধর্মাবলম্বী লোকেরা, এখন...তা যেন তাদের চোখেই পড়লনা,যেহেতু এখানে হামলাটির সাথে মুসলমানরা জড়িত না তাই, দায়সারা টাইপের একটি নিউজ করেই পরেরদিন থেকে গায়েব করে দেওয়া,,লিড নিউজ করা, মন্তব্য প্রতিবেধন তো পরের কথা: শত হলেও ভ্রাদাদের নাম মুখে নিতে নেই!!নিলে যে মহাভারত অশুদ্ধ হয়েযাবে। এরা তথাকথিত সেক্যুলার তাই সদায় সর্বদায় মহাভারতের নিরাপত্তায় নিয়জিত।মহাভারতের ৩১ কোটি প্রভুদের তো আর বদনাম হতে দেয়া যায়না !! ভ্রাদারা গোসসা হয়েগেলে যে ভাতা বন্ধ হয়ে যাবে!!!!!

এইসকল ভারত দালালদের কাজ ই হলো নষ্ট ভারতকে রোল মডেল হিসেবে আমাদের দেশে প্রেজেন্ট করা ,,,ওদের নষ্ট, নোংরা সংস্কৃতিকে আমাদের দেশে ইম্পোর্ট করা..সর্বপরি বাংলাদেশকে ভারতের অধীনস্থ করে ওদের সেবাদাসী টাইপের একটা বিকলঙ্গ রাষ্ট্রে পরিনত করা....

সারা বিশ্বে যেকোনো জঙ্গি হামলা, অবৈধ সামরিক হামলা, নিরীহ মানুষ হত্যাকারী সবাই একই অপরাধে অপরাধী| হোক সেটা ইসরাইল, পাকিস্থান, ভারত, আমেরিকা কিংবা আইএসআইএস, এদের সাথে ধর্মের কোনো লিংক থাকতে পারেনা....আমি এদের সবাইকে সমান ভাবে ঘৃনা করি । আমি সেদিন তালেবানদের প্রতি ঘৃণা প্রকাশ করেছি আজ এদের প্রতি ঘৃণা প্রকাশ করছে। পাশাপাশি ঘৃণা প্রকাশ করছি তাদের প্রতি, যাদের কারনে আজ দেশে দেশে চরমপন্থি তৈরি হচ্ছে।

Click this link

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297287
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৪
240783
লিচু চোর ০০৭ লিখেছেন : আফরা আপনাকেও ধন্যবাদ । কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার সব গুলো পোষ্ট পরেছেন বলে। যদিও লেখাগুলো চুরি করা !!!!!!!!!!!! লেখকরা জানতে পারলে একটু বকে দিবেন, কিন্তূ খুশী ও হবেন । দুই একজনের লেখা চুরি করার হক আছে আমার !!!!
297341
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৭
শেখের পোলা লিখেছেন : লিচু চুরি করলেও লেখায় সহমত রইল৷
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৫
240784
লিচু চোর ০০৭ লিখেছেন : শেখের পোলা ভাইজান, প্রতিবেশির বাগানের লিচু চুরি করা যায়। যদি প্রতিবেশী কৃপণ হয়।
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
240785
শেখের পোলা লিখেছেন : কামের সাথে নামটি বেমানান তাই বলেছি৷ বদলানো যায়কি? শুধুই সুপারিশ করলাম৷
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৭
240793
লিচু চোর ০০৭ লিখেছেন : কামই তো চুরি করা। বিভিন্ন জায়গা থেকে ভাল ভাল লেখা গুলো চুরি করে পড়া, এবং কপি- পেস্ট করা !!!!! তবুও যদি আপনার আপত্তি থাকে, তবে একটা নাম প্রস্তাব করেন । ভাল লাগলে চিন্তা করব। ভাল থাকবেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File