******** লিচু-চোর *********

লিখেছেন লিখেছেন লিচু চোর ০০৭ ২০ ডিসেম্বর, ২০১৪, ১২:৩৫:২০ রাত

**** লিচু-চোর *******

কাজী নজরুল ইসলাম



বাবুদের তাল-পুকুরে

হাবুদের ডাল-কুকুরে

সে কি বাস্ করলে তাড়া,

বলি থাম্ একটু দাঁড়া।

পুকুরের ঐ কাছে না

লিচুর এক গাছ আছে না

হোথা না আস্তে গিয়ে

য়্যাব্বড় কাস্তে নিয়ে

গাছে গ্যে যেই চড়েছি

ছোট এক ডাল ধরেছি,

ও বাবা, মড়াৎ করে

পড়েছি সড়াৎ জোরে!

পড়বি পড় মালীর ঘাড়েই,

সে ছিল গাছের আড়েই।

ব্যাটা ভাই বড় নচ্ছার,

ধুমাধুম গোটা দুচ্চার

দিল খুব কিল ও ঘুসি

একদম জোরসে ঠুসি!

আমিও বাগিয়ে থাপড়

দে হাওয়া চাগিয়ে কাপড়

লাফিয়ে ডিঙনু দেয়াল,

দেখি এক ভিটরে শেয়াল!

আরে ধ্যাৎ শেয়াল কোথা?

ভোলাটা দাঁড়িয়ে হোথা!

দেখে যেই আঁতকে ওঠা

কুকুরও জাড়লে ছোটা!

আমি কই কম্ম কাবার

কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে

পাঁচিলের ফোঁকল গলে

ঢুকি গ্যে বোসদের ঘরে,

যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,

চুরিতে আর যদি যাই!

তবে মোর নামই মিছা!

কুকুরের চামড়া খিঁচা

সে কি ভাই যায়রে ভুলা-

মালীর ঐ পিটনিগুলা!

কি বলিস্? ফের হপ্তা!

তৌবা-নাক খপতা।

বিষয়: সাহিত্য

২৪০২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297267
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
আফরা লিখেছেন : আপনার নাম লিচু চোর কেন ? ব্লগে কি লিচু আছে নাকি যে লিচু চুরি করবেন ।নাম রাখেন লিখা চোর ব্লগে অনেক ভাল ভাল লেখা আছে চুরি করতে পারবেন ।

২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩২
240733
আফরা লিখেছেন : আপনাকে তো মনে হয় না আপনি নতুন ব্লগার কিন্তু মন্তব্যের জবাব এভাবে দিচ্ছে কেন ? আরেকটা মন্তব্য হয়ে যাচ্ছে ঠিম মত জবাব দেন তা না হলে মন্তব্য কারীর কাছে আপনার জবাব পৌছবে না ।
297278
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৮
লিচু চোর ০০৭ লিখেছেন : যেমন ধুরুন লিচু একটি খুব ভাল এবং সুস্বাদু ফল, ব্লগের ভাল ভাল লিখা গুলো ঠিক তেমনি এক একটি লিচু , আর আমি ধরুন ব্লগের এবং ফেসবুক এর সমস্ত ভাল ভাল লিখা গুলো চুরি করব ।--------------
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
240735
আফরা লিখেছেন : আপনাকে তো মনে হয় না আপনি নতুন ব্লগার কিন্তু মন্তব্যের জবাব এভাবে দিচ্ছে কেন ? আরেকটা মন্তব্য হয়ে যাচ্ছে ঠিম মত জবাব দেন তা না হলে মন্তব্য কারীর কাছে আপনার জবাব পৌছবে না ।
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৫
240780
লিচু চোর ০০৭ লিখেছেন : জানতাম না আপু, আমি ব্লগ জগতে নতুন। ১ বছর আগে থেকে বিডি ব্লগে মাঝে মাঝে আসতাম , বিজিটর হিসাবে। একটা অ্যাকাউন্ট ও খুলেছিলাম কিন্তূ ২-৩ দিন পরেও যখন কমেন্ট করতে দেয় নাই, তখন ছেরে চলে গিয়েছিলাম। অনেক দিন পরে এসে দেখি আমি পাসওয়ার্ড ভুলে গেছি। তাঁর পর গত সপ্তাহে এসে আবার ও একটা একাউন্ট খুলছি। ৭ দিন পর আজ আমাকে সুযোগ দিল তারা।
297279
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩১
ছালসাবিল লিখেছেন :
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
240725
লিচু চোর ০০৭ লিখেছেন : হে ভাই, এটা কিতা কন ? আপ্নে !!!! আমারে একটু দয়া কইরাদেন !!!!
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
240729
ছালসাবিল লিখেছেন :
297293
২৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৯
240779
লিচু চোর ০০৭ লিখেছেন : ধন্যবাদ ভাইজান।
297436
২৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৯
পুস্পগন্ধা লিখেছেন : যাক বাবা আমাদের বাড়ীতে কোন লিচু গাছ নেই! তা নাহলে তো এই লিচু চোরের হাত থেকে একটা লিচু ও রক্ষা পেতো না!!!!!!!!!!
২৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৫
240893
লিচু চোর ০০৭ লিখেছেন : নাহ !! বাবা , আর চলে না মানুষ জন আগের মতন লিচুর বাগান করেনা। ভাবতাছি এখন থেকে আম চুরি করব।
পুস্পগন্ধা !! বাঁচার কোন পথ নাই !! হাহাহা
২৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৮
241016
পুস্পগন্ধা লিখেছেন : Worried Worried Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File