সচেতন মানুষ কারা?
লিখেছেন লিখেছেন শুভ্র ০৬ জানুয়ারি, ২০১৫, ০৪:০০:৫৫ বিকাল
এটি সেই জীবন বিধান যাতে কোনো সন্দেহ নেই।
এটি তাদের পরিচালক
যারা সচেতন মানুষ।
(সচেতন মানুষ হচ্ছে তারা)
যারা অদৃশ্যে বিশ্বাস করে,
প্রার্থনা প্রতিষ্ঠা করে
এবং তাদেরকে যে জীবনোপকরণ দেয়া হয়েছে
তা থেকে খরচ করে।
আর যারা বিশ্বাস রাখে তাঁর প্রতি
যা তোমার উপর অবতীর্ন হয়েছে
এবং যা তোমার আগে অবতীর্ন হয়েছে।
আর পরকালের প্রতি নিশ্চিতভাবে বিশ্বাস করে।
এরাই তাদের প্রভূ কর্তৃক পরিচালিত
এবং এরাই সফল।
(সূরা বাকারাঃ ২-৫)
তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে
ফিরাবার মধ্যে কোন পুণ্য নেই।
বরং সৎকাজ হচ্ছে এই যে,
মানুষ আল্লাহ, কিয়ামতের দিন, ফেরেশতা,
আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীদেরকে
মনে প্রাণে মেনে নেবে
এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে
নিজের প্রাণপ্রিয় ধন-সম্পদ
আত্মীয়-স্বজন, এতীম, মিসকীন, মুসাফির,
সাহায্য প্রার্থী ও দাসত্বের শৃংখল
মুক্ত করার জন্য ব্যয় করবে।
আর প্রার্থনা প্রতিষ্ঠা করবে
এবং পরিশুদ্ধির জন্য দান করবে।
যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে
এবং বিপদে-অনটনে ও সত্য-মিথ্যার দ্বন্দে
অটল অবিচল থাকব।
এরাই সৎ ও সত্যাশ্রয়ী
এবং এরাই সচেতন মানুষ।
(সূরা বাকারাঃ ১৭৭)
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন