আল্লাহ সর্বত্র বিরাজমান
লিখেছেন লিখেছেন শুভ্র ০৫ জানুয়ারি, ২০১৫, ১১:৪৫:৫১ সকাল
পূর্ব ও পশ্চিম আল্লারই।
অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও,
সেদিকেই আল্লাহ বিরাজমান।
নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।
সূরা বাকারা/১১৫
আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীর আলো।
(বিশ্ব-জাহানে) তাঁর আলোর উপমা
যেন একটি তাকে একটি প্রদীপ রাখা আছে,
প্রদীপটি আছে একটি চিমনির মধ্যে,
চিমনিটি দেখতে এমন
যেন মুক্তোর মতো ঝকঝকে নক্ষত্র,
আর এ প্রদীপটি যয়তুনের
এমন একটি সমৃদ্ধ গাছের তেল দিয়ে
উজ্জল করা হয়,
যা পূর্বেরও নয়, পশ্চিমেরও নয়।
যার তেল আপনাআপনিই জ্বলে ওঠে,
চাই আগুন তাকে স্পর্শ করুক বা না করুক।
(এভাবে) আলোর ওপরে আলো।
আল্লাহ যাকে চান
নিজের আলোর দিকে পথনির্দেশ করেন।
তিনি উপমার সাহায্যে লোকদের কথা বুঝান।
তিনি প্রত্যেকটি জিনিস খুব ভালো করেই জানেন।
সূরা আন নূর/৩৫
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের আলোর দিকে পথনির্দেশ করেন।
অনেক ধন্যবাদ আপনাকে ।
মন্তব্য করতে লগইন করুন