জাহান্নাম
লিখেছেন লিখেছেন সোহেল মোল্লা ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:১৭:০০ দুপুর
হযরত রাসূলে কারীম (সঃ) একবারহযরত জিবরাঈল (আঃ)কে বললেনঃ জিবরাঈলঃ (আঃ) বলুনতো , জাহান্নামের আগুন কেমনহবে ? জিবরাঈল (আঃ)বললেনঃ জাহান্নামের আগুনকঠিন কৃষ্ণবর্ণ , ভীষণ অন্ধকার !যদি সুঁচের মাথা পরিমাণ আগুনওদুনিয়াতে ছেড়ে দেওয়া হয়তাহলে এই পৃথিবীর সব কিছু জ্বলে ভষ্ম হয়ে যাবে ।যদি জাহান্নামীদের কাপড়পৃথিবী ও আকাশেরমাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় ,তাহলে এর দুর্গন্ধে পৃথিবীর সকলপ্রাণী মারা যাবে । যদি জাহান্নামের জাককূমগাছের এক ফোটা রস এইদুনিয়াতে ছেড়ে দেয়া হয় ,তাহলে এই পৃথিবীতে মানুষেরবসবাস করা কঠিন , দুর্বিসহহয়ে পড়বে । যে ঊনিশজন ফিরিশতা জাহান্নামনিয়ন্ত্রণের দায়িত্বে আছেন ,তাদের একজনও যদি এইদুনিয়াতে আত্নপ্রকাশকরে তাহলে তাদের বিকটধ্বনি ও আকৃতি দেখে সকল মানুষ মারা যাবে । পবিত্রকুরআনে জাহান্নামে যেসবজিঞ্জিরের কথা বলা হয়েছে ,তার একটিও যদি এইপৃথিবীতে ছেড়ে দেওয়া হয়তাহলে তার ওজন এই পৃথিবী সহ্য করতে পারবে না ।এতটুকু শোনার পর রাসূল (সঃ)বললেনঃ জিবরাঈল ! ব্যসহয়েছে । রাসূল (সঃ)কাঁদতে লাগলেন , জিবরাঈল (আঃ)ও কাঁদতে লাগলেন । রাসূল (সঃ) জিবরাঈল (আঃ)কে বললেনঃ আপনিও কাঁদছেনকেন ? আপনি তো আল্লাহরসবচেয়ে নিকটতম ফিরিশতা ।জিবরাঈল (আঃ)বললেনঃ হে আল্লাহর রাসূল (সঃ) ! যদি আল্লাহ তা'য়ালা আমাকে এইমর্যাদা থেকে অব্যাহতি দেনতাহলে কে আমাকে রক্ষা করবে ?(এ জন্য আমিও জাহান্নামেরভয়ে কাঁদতেছি)** ফকীহ আবুল লাইস বলেনঃ এই হযরত জিবরাঈল (আঃ) !যিনি আল্লাহ তা'য়ালারদরবারে সর্বশ্রেষ্ঠ ফিরিশতা ,তাঁর কোনো পাপ নেই । তিনিওআল্লাহর ভয়ে কাঁদছেন । অথচআমরা পাপী নির্বোধেরা একটু ভেবেও দেখি না ।
বিষয়: সাহিত্য
১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন