কেমন লাগবে যদি এগুলোর প্রমান মেলে

লিখেছেন লিখেছেন সোহেল মোল্লা ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৩:৩৭ সন্ধ্যা

দেখি ককে কে সঠিক নাম টটা বলতে পারেন??

তিন অক্ষরের নাম

তার

সত্য নাহি বলে

মিথ্যার উপর ভর

করিয়া

সারা জীবন চলে

মুখে তাহার

গণতন্ত্র

অন্তরে তার

ফ্যাসিবাদ

মানুষ খুনের

কারসাজিতে

তাকে হারায় সাধ্য

কার

খোদার

প্রেমে কোরান পড়ে

দাদার প্রেমে মানুষ

মারে

বাবার স্বপ্ন পূরণ

করতে

গণতন্ত্র

হত্যা করে

নির্বাচন

আসলে পরে

মাথায়

তিনি পট্টী পড়ে

নির্বাচনে জিতার

পরে

ভারত গিয়ে তিলক

পরে

দাদা বাবুর খুশির

তরে

মা দূর্গাকে পূজু করে

জনগণ

কে ধোকা দিতে

ঘোষণা দিয়ে নামায

পড়ে

...............

..........

............... ..........

নামটা আমি বল্লাম

না বন্ধুরা,

দেখি কেকে বলতে পারেন?

বিষয়: সাহিত্য

১৩৩৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302636
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
মেরাজ লিখেছেন : হাছিনা
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১১
244782
সোহেল মোল্লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। ঠিক

বলেছ ভাইয়া
302643
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। তার নাম ও কর্ম সবাই জানে। নামে বুকে বারুদ হানে।
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১২
244783
সোহেল মোল্লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। তোমায় ধন্যবাদ মন্তব্য করার জন্য। Smug
302651
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১০
সোহেল মোল্লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া সন্ধাতারা ধন্যবাদ তোমায় মন্তব্য করার জন্য।
302674
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৮
আফরা লিখেছেন : এই নাম আমি মুখে বলতে হাতে লিখতে চাই না ।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৪২
244822
সোহেল মোল্লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। ধন্যবাদ তোমায় মন্তব্য করার জন্য।:
302682
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০৯
পাহারা লিখেছেন : হাছিনা.....
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৪২
244823
সোহেল মোল্লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। ধন্যবাদ তোমায় মন্তব্য করার জন্য।
302707
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:০৭
রক্তলাল লিখেছেন : হ্যা? ছি! না!
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৪৩
244824
সোহেল মোল্লা লিখেছেন : 'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। ধন্যবাদ তোমায় মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File