তোমার হতে পারিনি আজও

লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২৭:০২ সকাল



এ কেমন ভালবাসার ক্ষত

তীক্ষ্ম ছোরার তীব্র আঘাত যত

তোমর মুখে বিষাদের সুর

পুড়ে অঙ্গার করে নিজ অন্ত:পুর

আমি বলি ভালবাসা

তুমি বল প্রত্যাক্ষান

আমি বলি অভিমান

তুমি বল অপমান

কাছে টানি যত

দূরে সর তত

আমি বলি মেঘ আমার,প্রলেপ আমার

আর- এর সবই করে নিলে তোমার ?

সত্যিকার ভালবাসতে যদি

খুঁজে পেতে বিশ্বাসে

প্রতি নি:শ্বাসে-প্রশ্বাসে

বিষয়: সাহিত্য

৭৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File