প্রণয়ের প্রলয়

লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২৮ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৫:৫২ রাত



কেউ কেউ স্বপ্ন দেখে,দেখতে পারে বলেই

এখানে আজও প্রেমের চাষ হয়,

নাইটিঙ্গেল পাখি রক্ত দেয়,

কুৎসিত উড়ে ধোয়ার কুন্ডুলি পাকিয়ে।

স্বপ্ন ঘোরে প্রচন্ড ছেলে মানুষ হয়ে

তোমার চিবুক স্পর্শ করেছিরাম বলে

তুমি সুনামির ঢেউয়ের মতো ফুসেঁ উঠেছিলে;

আর আমার ভালোবাসার নাভি ফেটে

রক্ত হয়ে গিয়েছিলো সাহারা মরুভূমি!

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297757
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো লাগলো ভাই কবিতাটা পড়ে। স্বপ্ন আছে বলেই এখনো বেঁচে আছি।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫২
241712
নাজমুল আহসান লিখেছেন : বেঁচে আছি বেচেঁ থকি তুলে পাল তোর স্রোতস্বিণী নদে।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File