প্রথম পাঠ

লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২৪ ডিসেম্বর, ২০১৪, ০১:২০:০১ রাত



আমি ছিলাম চৈত্রের কাকের মতো।

তেজপাতার মতো পাতলা দুটি পায়ে ভর করে

তুমি এলে। বললে তোমার কথা যত।

তোমার জ্ঞানের কথায় আমার মন ছিলনা

আমি কান দিয়ে নয়, চোখ দিয়ে শুনছিলাম তোমার কথা।

লাল টক টকে আবির মাখা মুখ

বড় বড় নীল দুটি তীক্ষ্ণচোখ

পুরুষ্টু গরদানে সোনার মটরদানা হার

গোড়ালি ছুঁই ছুঁই করা রেশম চুলের বাহার

নাকের ডগায় চিনির দানারমতো জর্দাঘাম!

আমি অদ্ভুত সুখে আদবোজা চোখে তোমায় দেখছিলাম।

মাথা নোয়াবার তালে টিংলিং করছিলো তোমার

কানের ওই ঝুমকোদুল।

দখিনাবাতাস,ঠুংরিরমোচড়,তবলারবোল

সবকিছুই তাই আবোল তাবোল!

তুমি হাসছো তোমার চোখ হাসছে চুড়ির রিনিঠিনি বাজিতে

কোটিমানুষ কোটি জগতে

আমি ছিলাম তোমার পাগল করা হাসিতে।

সে আমার প্রথম প্রেমের প্রথম পাঠ-

প্রথম বর্ষারজল মোর চৌচিরে জমিতে।

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299556
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : অ-সাম!!! দুঃখিত, বাংলায় খুব ভালোভাবে অনুভূতিটা প্রকাশ করতে পারছিলামনা বলে এই শব্দটা ব্যবহার করলাম। অসাধারণ কবিতা। পড়ে খুব ভালো লেগেছে। চালিয়ে যান কবি! আপনার জন্য অসংখ্য শুভ কামনা। Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File