@ কপাল @
লিখেছেন লিখেছেন গাজী মিজান ০২ জানুয়ারি, ২০১৫, ১০:১৪:৪৩ সকাল
ছল করে যায় আলাপনে
বাস্তুঘুঘুর দল
মল পরিয়ে রাখতে চায়
আর কত কাল!
এখন সকাল
গড়াবে দুপুর
আসবে বিকাল
নয় তো সুদুর;
সন্ধ্যে নামবে যখন
কপালে ঠিক তামস লেখা
হারতে হবে তখন
মাঝ কালে উহ মরবে অনেক
বৃদ্ধ-বনিতা-আবাল।
৩০.০৯.২০০২
খুলনা
বিষয়: সাহিত্য
১২০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন