একটি অবুঝ শিশু, একটি ভয়ানক নাটক এবং আমাদের ব্যার্থতা
লিখেছেন লিখেছেন ব্লগার ভুত ২৮ ডিসেম্বর, ২০১৪, ০৮:৫৫:১০ সকাল
“মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি”
গানটি লিখেছিলেন ‘ গোবিন্দ হালদার ’
এবার কিছু সাধারন বিষয় খেয়াল করুন........
-আপনি যে ছাদের নীচে বসে আছেন সেই ফ্লোরটির উচ্চতা কত আপনি জানেন? আমার জানা মতে ১০ ফুটের চেয়ে খুব বেশী হবে না।
-আপনাদের গ্রামে কি কখনো নলকূপ বসাতে দেখেছেন?? না দেখে থাকলে কাউকে জিজ্ঞেস করে দেখুন আপনার বাড়ী যদি কোন পাহাড়ী অঞ্চলে না হয়ে থাকে তাহলে ৫০ ফুট থেকে শুরু করে ১৫০ ফুট গভীরতায়ই পানির লেয়ার পাওয়া যাবে। (সব পাহাড়ী অঞ্চল সম্পর্কে জানিনা, চট্টগ্রামে আমি ৯০০ ফুট গভীরতার নলকূপ দেখেছি)।
এবার আরেকটা জিনিস খেয়াল করুন.........
ধরুন আপনার বাড়িটি ৫ তলা (এর এর উচ্চতা হবে খুব বেশী হলে ৫২-৫৩ ফুট)। আপনি বাসার নীচে দাঁড়িয়ে আছেন আর আমি ছাদের উপর থেকে একটা জুসের বোতল ফেললাম আপনার গায়ের উপরে; সেই অবস্থায় একটা শিশুর কথা বাদ দিলাম, আপনার অবস্থা কি হবে ভেবে দেখেছেন?
এর আগে আমরা রানা প্লাজার রেশমা নাটক দেখেছি, পিনাক-৬ এর সারোয়ার নাটক দেখেছি এবার দেখতে হলো জিয়াদ নাটক।
হেফজত কর্মীদের পরিবারের আহাজারি থামানোর জন্য করা হলো রেশমা নাটক ১৭ দিন পর সে উদ্ধার পেল অথচ তার পোশাক ঠিক ছিল, হাদের নখ ঠিক ছিল ইত্যাদি ইত্যাদি করে চাপা দেওয়া হলো ৫ই মের ঘটনা। এই ঘটনা ছিল তখন সবার আলোচনায়।
তারপর করা হলো সারোয়ার নাটক। তবে সেটা ফলপ্রসু হলো না কারন তাকে টাকা না দেয়ায় সে সব ফাঁস করে দিল।
উপরোক্ত দুটি ঘটনায় অভিনীতরা পেয়েছে বা পাওয়ার কথা ছিল। কিন্তু পরশু কি হলো?? একটা সাধারন ১৪৪ ধারার খবরাখবর ঢাকতে জিয়াদ নাটক সাজানো হলো তারা পেলনা কিছুই বরং মাঝে থেকে জীবন গেল এক অবুঝ শিশুর :#(
আজকাল সুন্দরবনে তেল পড়ে যাওয়ায় একটা বাঘ বা মাছের জন্য পরিবেশবাদীদের যত হাহাকার একটা ছোট্ট শিশুর জন্য সে হাহাকার নেই। আমার বড় জানতে মনে চায় তারা কি মানুষ নাকি পশু???????
পরিশেষে আর কিছুই বলতে চাই না। কিছু বলতে গেলে হাসিনা আন্টি রাগ করবে আর তিনি দরবেশ মানুষ তিনি যদি আমার উপর রাগ করেন তবে আমার রক্ষা নেই। আপনাদের বিবেক আছে বিবেক দিয়ে বিচার করুন, বাস্তবতাকে মেনে নিন।
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
এতসব দেখার পরও আল্লাবেটা চুপ মেরে রইলেন কেমনে?
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক । নিজের নিকে ব্লগ আমাকে ব্লগ করেছে।
বাংলাদেশের এসব উদ্ধারকর্মীরা কাজের কাজ খুব একটা করতে পারে না । ১৯৯৬ এ বঙ্গবাজার যখন পুড়ে ছাই হয়ে যাচ্ছিল তখন ঢিল দূরত্বে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড কোয়ার্টারের লোকেরা কিছুই করতে পারে নি ।
জাতি হিসেবে এটা আমাদের জন্য খুবই লজ্জার ।
মন্তব্য করতে লগইন করুন