পিছিয়ে পড়ছে দেশ এত বেশী যুদ্ধের কারনে
লিখেছেন লিখেছেন জেসিসামি ১৫ ডিসেম্বর, ২০১৪, ০১:১৯:২৬ দুপুর
দেশ দিন দিন পিছিয়ে পড়ছ। জানিনা পেছনে যেতে যেতে কত দূর যাবে বা সে যাওয়া থেকে কি কখনও দেশকে ফেরানো যাবেকি? জানিনা এটা সবার কাছে আমার প্রশ্ন রইল। আমরা যুদ্ধ করেছি নয় মাস পাকিস্থানিদেরন সাথে যারা আমাদেরকে ৪৭ থেকে ৭১ পযন্র্ত ধীরে ধীরে চুষে আসছে। এর পর যুদ্ধ চলাকালে সাহায্যের হাত বাড়ানো ভারতীয়দের সাথে তাল মিলিয়ে মিলিয়ে যুদ্ধ করে জিতলাম আমরা আর ফল কেড়ে নিল ঐ ভারতীয়রা। কিছু যুদ্ধ বা দন্দ অবশ্য ভারতীয়দের সাথে হয়েছিলো আমাদের ঐ নয় মাসের ভিতর এটা অবশ্য আমার কথা নয় এটা হলো কয়েকজন বিখ্যাত সেক্টর কমান্ডার ও ত্যাগী যোদ্ধাদের কথা। যুদ্ধের পরও আমরা লুন্ঠিত হয়েছি ভারতীয়দের হাতে। তারা লুন্ঠনের মাধ্যমে ৭৪ এর দুর্বিক্ষ তৈরী করেছিলো পরোক্ষ ভাবে যার দ্বায় ভার নিতে হয়েছিলো তুমুল জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখমিুজিবকে (যে আন্দোলেনে শ্রেষ্ঠ কিন্তু দেশ পরিচালনায় রড়ই অদক্ষ ও কাচাঁ)। এরপর যুদ্ধ হলো আওয়ামিলীগ বনাম জাসদ চরম যুদ্ধ ঘটতে লাগল একের পর এক অভ্যূত্থান শেষ অভ্যূত্থানে জয়ী জিয়উর রহমান যে রনকৌশলী এবং সফল রাষ্ট্র পরিচালনায়। তবে তার বড় ভূল হয়েছে জামাতী ইসলাম ও শেখদের পুনরায় রাজনীতি করতে দেওয়া। আরও বড় ভূল সুবিদাবাদীদের দিয়ে দল গঠন। সে সৈরতন্ত্র করলে ক্ষতি কি। শেখ মুজিবুর রহমান করেছে। এরশাদ করেছে ভালোই চলছিলো দেশ। এখন মাননীয়া প্রধানমন্ত্রী করছেন তো ভালোই। দেশতো অশান্তিতে নাই। দুএকটি ঘটনা ঘটে তা ছাত্রলীগ বনাম ছাত্রলীগ, আওয়ামিলীগ বনাম আওয়ামিলীগ। এতে ক্ষতির কিছু নাই। এখন দেখিনা ধর্মান্ধদের চেচামেচি, দেখিনা বাংলা ভাই ও জঙ্গীদের বুম বুম। ভালোই চলছে। সুবিধায় আছি আমরা যার বাপ দাদারা একখান মুক্তিযোদ্ধার সার্টিফিকেট রেখে গিয়েছি। এতো দেখি আলাউদ্দিনের চেরাগ এর মতন কাজ করছে। কে বলেছে আলাউদ্দিনের চেরাগ রুপকথার গল্পে ভেসে উঠে। আজ যার বাপ-দাদা যদি ভূলে একখান মুক্তিযোদ্ধার সার্টিফিকেট রেখে যায় তবে তা বুঝতে পারবেন একটু ঘষা মাজা দিয়ে দেখুন না চাকরি, প্লট, যা চান সবি পাবেন।
আমি জানি আমার শিরনামের সাথে লেখার কোন মিল নেই। এই মিল পাবার জন্য এখন ব্যাখ্যা করছি। আসলে প্রতি বৎসর আমরা নয় মাস যুদ্ধ করি। টেলিভিশন এর কর্মসূচি গুলো দেখলেই বুঝা যায়। আমরা প্রতিনিয়তি যুদ্ধ করছি যুদ্ধাপরাধীদের সাথে জানি না এই যুদ্ধ শেষ হবে কবে। আর শেষ হলেই কি আওয়ামিলীগ এর পরবর্তী যুদ্ধ কার সাথে কি নিয়ে হবে তথা কথিত দালাল বুদ্ধিজীবীদের কাজ কি হবে আমার জানা নেই জানি শুধু দেশ আজ চরম সংকটপন্ন। মানুষ আজ মূলধন জমাতে পারছেনা। যা আছে ভেঙ্গে ভেঙ্গে খাচ্ছে। বাজার আজ মন্দা সরকার আজ ঋণে নিমজ্জিত বেকার আজ ভয়াবহ হারে বাড়ছে। এত কিছুর মাঝেও বুদ্ধিজীবিদের মত শান্তি পাই এই ভেবে যে দেশে আজ মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায়। কারন সে থাকলেই আমার লাভ আমার তো আছে আলাউদ্দিনের চেরাগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগ।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন