আজ তোমার মুক্তি আমার রক্তক্ষরন।
লিখেছেন লিখেছেন জেসিসামি ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৫:২১ রাত
আমি যখন ভাবি আমার এ পৃথিবী শুধুই আমার জন্য তৈরী তখন মনে হয় আমি সবচেয়ে শক্তিশালী। তখন অন্যকে মনে হয় সে আমার যোগ্য নয়। সেরুপ আমারই হলো রক্তক্ষরন। আমার মত দুর্বল মানুষকে (ঐ মানুষ যে নিজেকে মনে করে অনেক শক্তিশালী) অন্যায় মিথ্যা আচরণে ক্ষত বিক্ষত করে ফেলেছে। তবু বিচারের আশায় যখন আমি বাদী তখন সে তার প্রতাপ শক্তি দিয়ে বিচার কার্যকে করেছে অবরুদ্ধ। নিয়ে নিয়েছে বিচারের সব সুবিধা। তাই আমার আজ রক্ত ক্ষরন। মনে মনে দু:খ পেলেও ভেবে দেখলাম যে এ পৃথিবীতে আমার থেকেও অনেক দু:খি এভাবেই অবহেলিত হচ্ছে। তাই আমার অনুভূতি আজ নিশ্চুপ.......................
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন