আমরা তার কাছেই ফিরে যাই'

লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ২৪ মে, ২০১৫, ০৫:০৫:১২ বিকাল

আমি আর বদিউল সম্পর্কে চাচা ভাতিজা।তবে আমাদের সবচেয়ে বড় সম্পর্কটা হচ্ছে দু'জনের অবিচ্ছেদ্য বন্ধুত্ব। দেশের বাইরে আসার পর ও এ পর্যন্ত আমার মোবাইলে দু'বার এসএমএস করেছে। গত ৩১ জানুয়ারি রাত ১ টার দিকে ইনবক্স করেছে 'মেহেদী আমার চাচাতো ভাই(আমার ভাতিজা) খাইরুল মারা গেছে'।৮ বছর বয়সে চলে গেল ছেলেটি!

আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ওর ইনবক্স 'মেহেদী আজ ভোরে দাদু(আমার একমাত্র জেঠা) মারা গেছে'। ইন্নালিল্লাহি...রাজিউন।

২. বদিউল আমার সাথে ফোনে।জেঠাকে খাটিয়ায় করে জানাজার জন্য ঈদগাহে নেয়া হচ্ছে।আব্বার কণ্ঠ শোনলাম।কাকে কি যেন বলছেন।আমার ভেতরে রক্তক্ষরণ শুরু হয়।

জেঠার মৃত্যুর পর আমার বংশের মুরুব্বিদের মধ্য একমাত্র আব্বা বেঁচে রইলেন। তিন ফুপু আগেই মারা গেছেন।ভাবতেই কেমন যেন আঁতকে উঠছি।হে আল্লাহ, তুমি রহম করো।

মাঝে মধ্যে নিজেকে বড় শূন্য মনে হয়।কত স্মৃতি আব্বার সাথে।তিনি ছাড়া পৃথিবীর আর কোনো পুরুষ আমাকে এত ভালোবাসে না।বাসতে পারে না।তিনি না থাকলে কতটা নিঃস্ব হয়ে যাব আমি!

৩. একান্ত ব্যক্তিগত এসব অনুভূতি লিখতে গিয়ে খানিকটা বিব্রত হচ্ছি।আবার ভাবি, নানা পরিচয় শেষে আমরা সবাই মানুষ।এই অনুভূতিগুলোই হয়তো কারো সাথে মিলে মিশে একাকার হয়ে যায়।প্রবাস জীবনটা আসলে খুব নিষ্ঠুর।এখানে মন খুলে কাঁদারও কোনো সুযোগ নেই। এই যে ক'লাইন লিখছি বলে, লিখতে লিখতে চোখের পানির ফেলার সুযোগ পাচ্ছি।

কি নির্মম না, এভাবেইতো এক এক করে আমরা সবাই ফিরে যাব আমাদের রবের কাছে।যেখান থেকে এসেছিলাম, ঠিক সেখানে...

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322226
২৪ মে ২০১৫ বিকাল ০৫:১৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন, আল্লাহ আমাদের সবার মনে মৃতু্যর ভয় দিন, এই দোয়া করি।
২৪ মে ২০১৫ বিকাল ০৫:২২
263324
সরোজ মেহেদী লিখেছেন : আমিন।
322228
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৩০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কষ্ট দিলেন ভাই। পরকালের কথা মনে করিয়ে দিলেন Sad Sad Crying Crying
২৪ মে ২০১৫ রাত ০৮:৪১
263368
সরোজ মেহেদী লিখেছেন : আমারও মনে পরে গেল ভাই।
322236
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৫৮
শেখের পোলা লিখেছেন : আপনার শেষের দুটি লাইনই আসল কথা, অতএব, রাজী বা রেজায়ে রব-ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেয়ুন৷ বেশ বড় সড় একটা মন্তব্য লিখে শেষ করার আগে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় তা মুছে গেল৷ দশ মিনিট পর আবার সংক্ষেপে লিখলাম৷
২৪ মে ২০১৫ রাত ০৮:৪২
263369
সরোজ মেহেদী লিখেছেন : আপনাকে প্রায় সব বেলাতেই আমার পাশে পাচ্ছি।অনেক কৃতজ্ঞতা।
322263
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আমাদের শেষ ঠিকানা একটাই। পৃথিবিতে একমাত্র নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু।
২৪ মে ২০১৫ রাত ০৮:৪৩
263370
সরোজ মেহেদী লিখেছেন : সত্যিই।ভাবলে গা কাটা কাটা দিয়ে উঠে।
322287
২৪ মে ২০১৫ রাত ১০:৩৪
আফরা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন ।দুনিয়াটা আমাদের আসল ঠিকানা নয় আমাদের সবাইকে ফিরে যেতে হবে আমাদের আসল ঠিকানায় ।
২৫ মে ২০১৫ রাত ০১:২২
263423
সরোজ মেহেদী লিখেছেন : আমাদের সবাইকে ফিরে যেতে হবে আমাদের আসল ঠিকানায়।একদম তাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File