যেমন পাবলিক, তেমন সব!

লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ১৯ এপ্রিল, ২০১৫, ০৫:৩১:৪৬ বিকাল

সাংবাদিকতাকে আজকাল বেশ্যার ডাকাডাকির মতো অরুচিকর মনে হয়।তামিম দুইবছর পর একটা সেন্চুরি পেয়েছে।এটা নিয়ে দেশের 'প্রধান দৈনিক' সহ মিডিয়াগুলো শুরুটা করল কী!এখনই তাকে রোনাল্ডো বানানো হচ্ছে, একটু পরেই বানাচ্ছে ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি(মেসির বয়স ২৮)।এখন ম্যারাডোনা বা 'পেলে' বানিয়ে ছাড়াটা বাকি!

মিডিয়াকে যদি প্রশ্ন করি, ক্রিকেট ইতিহাসের কোনো একটা তলার ক্ষুদ্রাংশে জায়গা করে নেয়ার মতো করেছেনটা কি তামিম? উত্তর আছে কি?ক্রিকেটের কোন গ্রেটের পাশে ডানোর নামটা বসানো যায় বলেন শুনি!

বিশ্ব ক্রিকেট বাদ দিন বাংলাদেশের ক্রিকেটে তামিমের মানের ওপেনারের ভবিষ্যতে অভিষেক হওয়ার সম্ভাবনা কতটুকু ভেবে দেখেছেন কখনো। বিডি ক্রিকেট ইতিহাস থেকে তামিম নামটা মুছে যেতে ক'দিন লাগবে!আজ কই অপি, বেলিম বা অন্য ওপেনাররা।তামিম ওদের কাতারেরই একজন।

মিডিয়া কোথায় তাকে বিনয়ী হওয়ার পরামর্শ দিবে তা না করে আরো উস্কে দিচ্ছে। এই হচ্ছে আমাদের সাংবাদিক ও মিডিয়ার দায়িত্বশীলতা!

তা সাংবাদিক সাহেবরা এবার একটু শান্ত হোন।নইলে দুই বছর পর আর একটা সেন্চুরি পাওয়ার আশা যে ধুলিস্যাৎ হয়ে যাবে!

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315812
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
নারী লিখেছেন : তাদের অতিরিক্ত লাফানোর কারনে দেশের আজ এই অবস্থা
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০০
256829
সরোজ মেহেদী লিখেছেন : একমত।সবকিছুতেই আমাদের অদ্ভূত রকমের বাড়াবাড়ি।
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
256838
নারী লিখেছেন : এভাবে চলতে থাকলে কখনই দেশ আগাবেনা
২০ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৪
256927
সরোজ মেহেদী লিখেছেন : দেশ থাকলেইতো আগাবে!
315813
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
সামছুল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০০
256830
সরোজ মেহেদী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
315840
১৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:২২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : খেলোয়াড়দের পারফরমেন্স’এ প্লাস মাইনাস হতেই পারে । এটা নিয়ে আমরাই তো কম বাড়াবাড়ি করিনা । সামান্য খারাপ খেললে যেমন কাপড় তুলে গালাগালি করি আবার একটু ভাল খেললেই মাথায় তুলে নাচি । এই সংস্কৃতি কোনদিন খেলোয়াড় তৈরীতে ভূমিকা রাখবে না ।
২০ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৬
256929
সরোজ মেহেদী লিখেছেন : ভাই আমি আপনার সাথে একমত।একজন সাঙ্গাকারা বা সচিনের কথা ধরেন।একদিকে ভাল খেলোয়াড় অন্যদিকে বিনয়ে সেরা!
315908
২০ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন!
সবাই স্রোতের মোহে চললেও আপনি স্রোত বিপরীত! যে মিড়িয়া স্রোতের তরে চলে মানুষের অধিকারের বিপক্ষে অবস্থান নেয় সেই মিড়িয়ার কাছে দায়িত্ববোধ আর কি! !!!
২০ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৮
256930
সরোজ মেহেদী লিখেছেন : ধন্যবাদ ভাই।সব জায়গায় দায়িত্বহীনতর এত অভাব বলেইতো আমাদের অন্ধকার দিন কি দিন বাড়ছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File