(অফ টপিক: ১৭ মার্চ এয়ারটেল বন্ধ রাখুন মউকা'র প্রতিবাদে)
লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ১৬ মার্চ, ২০১৫, ০৯:১৫:৩০ রাত
▓▓▓▓ মনযোগ আকর্ষণ ▓▓▓▓
মনে আছে ২০০৫ সালে জিপি'র ডিজুস
সিমে সারারাত ফ্রি কথা বলা যেত!
এতে করে তাদের
ব্যাবসা রমরমা হয়ে উঠে ছিল।
এতে তাদের গ্রাহক বেড়ে যাওয়ার পর
কোম্পানিটি একদিন অফারটি বন্ধ
করে দেয়। তখনই বাংলাদেশের যুবসমাজ
প্রতিবাদে ১ দিনের জন্য তাদের ডিজুস
সিম অফ রাখে। এতে কোম্পানিটির
ব্যাপক লসের পর অফারটি আবার সচল
করে দিয়েছিল। তখন কিন্তু ফেসবুক ছিল
না বাংলাদেশে। শুধু মোবাইলের
এসএমএসের মাধ্যমে জ্বলে উঠেছিল
বাংলাদেশ। এখনতো যোগাযোগ কত
সহজ। তো দেখিয়ে দাও আবার।
আগামীকাল ১৭ মার্চ
সারাদেশে একযোগে ইন্ডিয়ান
টেলি কোম্পানি এয়ারটেল সিম বন্ধ
রেখে ভারতীয়তের 'মউকা মউকা' এর
জবাব দেয়ার উদ্যেগ
নিয়েছে বাংলাদেশের তরুণ সমাজ।
আপনিও চাইলে এতে একাত্নতা প্রকাশ
করতে পারেন।
এদিকে বাংলাদেশীদের রিপোর্টের
ভিত্তিতে ইউটিউব
থেকে মউকা মউকা রিমুভ করা হয়েছে।
দেখিয়ে দিবে বাংলাদেশীরা।
গর্জন হবেই
[পোস্টটি কপি করুন এবং ছড়িয়ে দিন]
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন