দেবের "দুই বাংলা" খোয়াব ও আমাদের মিডিয়া নোয়াব

লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৪৭:১৪ রাত

প্রথম আলোর প্রথম পাতায় বড় বড় অক্ষরে লাল কালির হেডলাইন "দুই বাংলাকে এক করতে চাইলেন দেব!!!!" ছোট অক্ষরে (১০ এর পাতায় সম্পাদকীয় পড়ুন)

পাশে বক্স আকারে বুদ্ধিজীবী রামেন্দু মজুমদারের কলাম "ক্ষমা চাইতে হবে দেবকে"

হাইকোর্ট ক্ষুব্ধ আইনজীবীর রিট।আজ রায়। প্রতিবাদে উত্তাল দেশ। পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন।

আরেক কলামে দেশের বিশিষ্টজনের সাক্ষাৎকারঃ দেব এদেশে জঙ্গীবাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছেন- দেবাশীষ রায়

দেব তার পিতামহের মতই কথা বলছেন- কুমার চোদন

দেবকে এদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক- মল্লিক রায়

নিচের কলামে একটা ছবি- দেবের মন্তব্যের প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন দেশের শিল্পীগোষ্ঠি। টিভি চ্যানেলগুলোতে দেবের কোনো সংবাদ প্রচার না করার সিদ্ধান্ত। টানা কর্মসূচি ঘোষণা।

বিভিন্ন মন্ত্রী এমপি দেবের কথার প্রতিবাদ জানাচ্ছে। ভারতীয় হাইকমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হল।

আর এক কলামে দেখা যাচ্ছে দেবের বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন ডাক্তারদের সংগঠন বিএমএ।

ভেতরের পাতায় আব্দুল গাফফার চৌধুরীর কলাম!

ইমরান এইচ সরকারের নেতৃত্বে দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের শাহবাগে বেলুন ফুলিয়ে প্রতিবাদ ও কুশপুত্তলিকা দাহ।

আপনারা কি মনে করছেন আমি গাঞ্জা খাইছি? তাহলে এসব লিখছি কেন?

প্রথম লাইনে দেব এর স্থলে একটা মুসলমান নাম রাখেন (যেমন ওয়াজেদ) এবং দুই "বাংলাকে"র স্থানে "পাকিস্তানকে" লিখে পড়েনতো দেখি, ঘটনা মিলে যায় কি না!

পাকিস্তানী কোন এমপি বাংলাদেশে সরকারী সফরে এসে দেবের মত মন্তব্য করলে উপরের ঘটনাগুলো দেখতে পেতেন। তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের কোনো এমপি এমন ধৃষ্টতা দেখালে প্রতিবাদ হবেনা কেন! দিনে দিনে আমরা আসলে কোনদিকে যাচ্ছি বা কত নিচে নামছি?

(বি,দ্র- এই লেখাখানি মুক্তিযুদ্ধের বন্ধু রাষ্ট্রের বিপক্ষে গেলেও আমি দুঃখিত নই। কারণ এই এসটেসটাসের প্রসবকারী আমি নই। আমি খালি কপি করে পেস্ট মেরেছি।কে ইহা লিখিয়াছেন তার নামও আমি জানিনা। তবে আমি ব্যক্তিগতভাবে অখণ্ড ভারতের পক্ষে। কেনর ব্যখা পরে হবে। )

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305803
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৭
শেখের পোলা লিখেছেন : অখণ্ড ভারতের পক্ষে আপনি তাই আপনার কাছে সবিনয়ে জানতে চাই, তা হলে কিকি সুবিধা পাওয়া যাবে৷ সুবিধা হলে বিবেচনা করব নিজেকে নিয়ে৷
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৬
247443
সরোজ মেহেদী লিখেছেন : আশাকরি আমি আমার অবস্থান ব্যাখা করে আর একদিন লেখব।আসলে অখণ্ড ইউরোপের আদলে অখণ্ড এশিয়া চাই আমি।
305804
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৭
মাটিরলাঠি লিখেছেন :
আসেন আমরা বৃহত্তর গনতন্ত্রে যোগদান করি। সময়ের দাবী।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৬
247444
সরোজ মেহেদী লিখেছেন : এভাবে দেখতে দেখতে একদিন দেখবেন দেখার আর বাকি কিছু নেই। সব শেষ।
305808
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৭
247445
সরোজ মেহেদী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
305812
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪১
হতভাগা লিখেছেন : দুই বাংলা এক করার প্রারম্ভিক প্রক্রিয়া হিসেবে উনারা কলিকাতায় বাংলাদেশের চ্যানেলগুলো দেখানো শুরু করুন আমাদের এখানে যেমনটা দেখানো হয় ।

এটা করার সাহস কি দেবুদাদের আছে ?
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৮
247446
সরোজ মেহেদী লিখেছেন : তাদের সাহস বুদ্ধি দুইটাই আছে।আছে দেশপ্রেমও।যা আমাদের নেই।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৪
247468
হতভাগা লিখেছেন : এক্ষেত্রে সাহসটা একটু দেখাক না বাংলাদেশী চ্যানেল বিনা বাধায় প্রচার করে ?
305814
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫১
মোতাহারুল ইসলাম লিখেছেন : আমিও ভাই অখন্ডের পক্ষে তবে একটা কিন্তু আছে !
305818
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেবদেবির কথা বলে কথা!!!
আমরাও দুই বাংলা এক করার পক্ষে কিন্তু সেটা সুহরাওয়ার্দি-শরত বোস পরিকল্পনার অধিনে।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৮
247447
সরোজ মেহেদী লিখেছেন : প্রস্তাব তুলে ধরেন। আশাকরি একদিন হয়ে যাবে।
305820
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ষড়যন্ত্রের নতুন আভাস পাইতেছি
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৮
247448
সরোজ মেহেদী লিখেছেন : সামনে আরও এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে।
305834
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৩
যা বলতে চাই লিখেছেন : বাংলাদেশ ও ভারত দুটি সম্পুর্ন স্বাধীন-সার্বভৌম এবং আলাদা রাষ্ট্র। ভারতের কোন নাগরিক এমনকি নেতাও যদি বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে তার রাজ্যকে বাংলাদেশের সাথে একাকার করতে চান তবে, ভারতের আইনে তিনি রাষ্ট্রদ্রোহী। আর যদি তিনি বাংলাদেশকে ভারতের সাথে মিলিত হওয়ার কথা ভাবেন, তবে বুঝতে হবে তিনি পাগল। কারণ, গাছ কথনো ডালের অংশ হয়না বরং ডাল গাছের অংশ হয়।
আর যদি তিনি বন্ধুত্ব বুঝাতে গিয়ে বলে থাকেন তবে, নিশ্চিত বলা যায়- তার দেশ গত ৬৫ বছরের ইতিহাসে সেরুপ যোগ্যতা প্রদর্শণে ব্যর্থ হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৯
247449
সরোজ মেহেদী লিখেছেন : একদল জয়ী হবে। আপনি আপনার বক্তব্য আরও জোড়ালোভাবে তুলে ধরেন। শুভকামনা রইল।
305837
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০৭
সজল আহমেদ লিখেছেন : কুমার চোদন দেব হাউ ফানি ?
ডেভের এই কথার প্রতিবাদ কোন বুদ্ধিজীবী চুদিরভাই করলনা ,অথচ পাকি যদি হতো তাইলে বুদ্ধিজীবীদের পাছাচুলকানিতে থাকা যাইতনা ।আপনার লগে না মূল লেখকের লগে সহমত ।আর ওপার বাংলাকে এপারের লগে মিলাইতে চাওয়ার সপ্ন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ও ব্যাপক ভাবে দেইখা আসছে অথচ এপার বাংলার(বাংলাদেশের) গু ওপার বাংলার নদীতে ভাইসা যাওয়ার পর উহা হাতে কইরা ঘরে নিয়া ফুলদানিতে সাজাইয়া রাখার যোগ্যতাটা পর্যন্ত কলিকাত্তার কাট্টা মাল্লুর বাচ্চাগো নাই দ্যাটস অল ইউর অর্ডার ।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩০
247451
সরোজ মেহেদী লিখেছেন : সমস্যাটা হচ্ছে-আমরা আসলে বাংলাদেশপন্থী হইতে পারি নাই।যা দেবরা পেরেছে।
১০
305883
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৮
মানবাধিকার চা্ই লিখেছেন : দেবের কথার সমালোচনা করলে হবে না, কোন ভালবাসার কারনে এ সব কথা বলার সাহস করে তা ভাবতে হবে ।
০২ মার্চ ২০১৫ রাত ০৩:০৮
248226
সরোজ মেহেদী লিখেছেন : আমি দ্বিমত করছি না। বিস্তর কাজ দরকার। নয়তো এক সময় সব স্মৃতি বানিয়ে ফেলবে ওরা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File