আমার আব্বা

লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ১৪ ডিসেম্বর, ২০১৪, ১১:১০:৩৬ রাত

চাকরিসূত্রে আব্বা থাকতেন নারায়ণগঞ্জে। আমরা স্বপরিবারে কুমিল্লায়। প্রতি মাসে মাসে তিনি বাড়ি আসতেন। ছোট বেলায় আব্বা মানে ছিল আদরের খনি, টাকার বস্তা আর আবদার সস্তা। খুব রেগে গেলে মাঝে মধ্যে মারতেন না তা কিন্তু না। তবু আম্মার তুলনায় আব্বাকে ফাঁকি দেয়া ছিল অনেক সহজ।

ডিসেম্বর এলেই আব্বার কাছে বেড়াতে যেতাম। আম্মা বাড়ি থেকে প্রতিমাসের জন্য মাছ সহ নানা কিছু কিনে দিতেন আব্বাকে। ২ হাজারের বন্যা হবে বোধহয়। আমি বায়না ধরলাম আব্বার সাথে ঢাকায় (নারায়ণগঞ্জকে তখন ঢাকাই ভাবতাম) যাব। আব্বা নিতে চাইলেও আম্মার চোখ রাঙানিতে তা আর সম্ভব হলো না। আমি কাঁদতে কাঁদতে আকাশের দিকে চেয়ে উড়ো গালাগাল করলাম।

সকালে আব্বা গেছেন। এরপর থেকে মন খারাপ। দুপুরে খাইনি। কারো সাথে কথাও বলিনি। তখন বিকাল। হঠৎ দেখি আব্বা। আমাকে হাসি দিয়ে জড়িয়ে ধরলেন।সত্যি সত্যি টেনে নিয়ে তার সঙ্গে নিয়ে যাওয়া ভাজা মাছ দিয়ে খাওয়াতে বসালেন। আম্মা প্রচণ্ড রাগ করলেন। নির্বিকার আব্বা খালি হাসলেন। আমার মলিন মুখ সহ্য করতে পারেননি তিনি।তাই মাঝ পথ থেকে ফিরে এসেছেন। পরদিন আমাকে নিয়ে ‘ঢাকায়’ রওয়ানা দিলেন। আমি খুশী। এখন বুঝতে পারি আম্মাও কম খুশী হননি সেদিন।

আমি এখন কত্ত বড় হয়ে গেছি। সেই ছোটবেলায় বাড়ি ছেড়ে ঢাকায় এলাম।এখন ঢাকা ছেড়ে দূরদেশে।জানিনা আর কখনো ফেরা হবে কি না। সময়ের ব্যবধানে আব্বা ছোট হতে হতে আজ একেবারে শিশু। বেশ কয়েকমাস ধরে আব্বার শরীর খারাপ। মনটা মাঝেমধ্যে প্রচণ্ড খারাপ হয়ে যায়। অস্থির লাগে সবকিছু। ওহ, আমাকে ছাড়াই তুমি আমার সাদা-সরল আব্বাকে ভাল রেখ খোদা। আব্বা আপনার জন্য সেই ছোট্ট মিতুর ভালোবাসা…

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294372
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৩
237937
সরোজ মেহেদী লিখেছেন : ধন্যবাদ।
294384
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৭
আফরা লিখেছেন : বাবা মেয়ের ভালবাসা অনেক ভাল লাগল ।

আল্লাহ আপনার আব্বাকে ভাল রাখুন এই কামনা রইল ।
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৫
237939
সরোজ মেহেদী লিখেছেন : এখানে ছেলে ও বাবার খণ্ডস্মৃতি বর্ণনা করা হয়েছে।ধন্যবাদ।
294389
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৬
জোনাকি লিখেছেন : খুব ভাল্লাগ্লোরে মিতু।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩১
238201
সরোজ মেহেদী লিখেছেন : এই নামটাতে আমাকে এখনো একজন মানুষই ডাকে। আপনাকে এক পৃথিবী কৃতজ্ঞতা।Good Luck
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:১৭
238226
জোনাকি লিখেছেন : Happy থ্যাংকস আ ট্রিলিয়ন মিতু Love Struck আপু।
294463
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪৭
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩১
238203
সরোজ মেহেদী লিখেছেন : ধন্যবাদ আপা।Winking)
294518
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৩
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহ আপনার বাবাকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমিন।

তুরস্কে কেমন চলছে আপনার? খন্ড স্মৃতিগুলি একদিন শেয়ার করুন।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩২
238204
সরোজ মেহেদী লিখেছেন : *-Happy ভাল চলছে। করব আশাকরি।
294757
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মহান আল্লাহ আপনার আব্বাকে সুস্থ রাখুন।
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৪০
241000
সরোজ মেহেদী লিখেছেন : আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File