মোহজাল
লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ০৮ ডিসেম্বর, ২০১৪, ১২:১৭:২৫ রাত
স্থান-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিফট।কাল-বুধবার দুপুর।
পাত্র-একটি ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান মেম ও বাইচান্স সম্বাদিক মেহেদীর বাচ্চা। উভয়ের মধ্যে আচমকা যে সংলাপ সংঘটিত হলো, তার কিয়দাংশ নিম্নরুপ...
মেম:এক্সকিউজমি আপনি কোন ডিপার্টমেন্টের?
মেহেদী: আমি জার্নালিজমের
মেম: ও আমার পাশেইতো। তা কেমন এনজয় করছেন
মেহেদী: ভাল না। একরকম কেটে গেল বলা যায়
মেম: (হাসি দিয়ে) এখানে কতদিন হলো জয়েন করেছেন
মেহেদী (চোখ উপরে তুলে):আমি টিচার নই মেম। এই ডেপ্ট এর ছাত্র।
মেম: ও আচ্ছা আচ্ছা। এটা টিচারদের লিফটতো। আমি ভাবলাম।
মেহেদী: সরি মেম। আমি এখান থেকে পাশ করে বেরিয়েছি। ক্যাম্পাসে তেমন আসা হয় না।
মেম: ইটস ওকে ।
মেহেদী:আপনি কোন ডেপ্ট এর মেম।
মেম: ...
... … …
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন