বিশ্ববিদ্যালয়গুলি কী বন্ধ করে দেয়ার সময় ঘনিয়ে এসেছে ?
লিখেছেন লিখেছেন নানক ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৫:০৭:২২ বিকাল
পত্র-পত্রিকা খুললেই দেখা যায় কোন না কোন বিশ্ববিদ্যালয়-অঙ্গন ছাত্র-নামধারীদের সন্ত্রাসে জানোয়ারের আখড়ায় পরিণত হয়েছে। আগে বনের হিংস্র জন্তু-জানোয়ারদের দেখে যে ভয় পাওয়া যেত, তার চেয়েও ভয়-ভীতি জাগে বিশ্ববিদ্যালয় নামের তথাকথিত শিক্ষাঙ্গনের পাশ দিয়ে যাবার সময় আর সেসব সন্ত্রাসী-জানোয়ারদের লালন-পালন করে চলছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলি। এইসব জানোয়ারদের অনেককেই দেখা যাচ্ছে আজ সেতা ও আমলারূপে। এতেই অাজ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আর যদি পুরোটাই এদের দখলে চলে যায়, সেদিন দেশে মানুষেরা থাকতে পারবে তো ? তাই মনে হয়, এসব জানোয়াররাই যদি সর্বত্র দাপিয়ে বেড়ায়, তাহলে শিক্ষাঙ্গনের প্রয়োজনীয়তা আছে কী ?
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তেমনি বিশ্ববিদ্যালয় বন্ধ করার মাঝে কোন সমাধান নেই। এইখান থেকে যেমন কিছু মানুষ গরু ছাগল হয়ে বের ঠিক তেমনি আবার অনেকে জ্ঞান বিজ্ঞানে মহিরুহ হয়েও বের হয়। এখানে যেসকল সমস্যা আছে তার সমাধানের জন্য পদক্ষেপ নেয়া যেতে পারে, নেয়া উচিত খুব শীঘ্রই, কিন্তু বন্ধে কোন সমাধান নেই।
ধন্যোবাদ আপনাকে পোস্ট করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন