এ কেমন নৃশংস শিশু হত্যা?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ গোলাম ছাকলাইন ২৩ অক্টোবর, ২০১৫, ১০:১১:০৭ রাত
কি দোষ ছিল শিশু দুটির? অসভ্যতা মানুষকে যে কত নীচে নামায় তা এই হত্যাকারীদের দেখলে বোঝা যায়। এরা আসলে কোন দিনো সভ্য হতে পারবে না। এক দিকে এরা মুসলমানদের হত্যা করছে অন্যদিকে হত্যা করছে তাদের স্বজাতিকে!
একদল মানুষ এই দুই শিশুকে পুড়িয়ে হত্যা করেছে। এর মধ্যে একটি শিশুর বয়স মাত্র ৮ মাস। অন্যটির বয়স দুই বছর। সম্পর্কে তারা ভাই বোন। তারা যখন ঘরের মধ্যে অবস্থান করছিল তখন ওই দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘরের ভিতর পেট্রল ছুড়ে মেরে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে শিশু দুটির পিতামাতাও আহত হন।
পরিস্থিতির শিকার পরিবারটি বলছে, উচ্চ বর্ণের লোকেরা তাদের ওপর হামলা চালিয়েছে। এক বছর আগে ওই এলাকায় একটি হত্যাকান্ড ঘটেছিল। তার প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটানো হয়েছে।
বর্তমানে ঐ এলাকার দলিতরা শিশুদুটির দগ্ধ লাশ বরফ টুকরার উপর রেখে রাস্তায় বসে আন্দোলন করছে। তারা এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার চায়, নয়ত শিশুদুটির লাশ এভাবেই ফেলে রাখতে তারা, শেষকৃত্য করবে না।
দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান জেনারেল ভিকে সিংহ তুলনা দিতে গিয়ে বলেন, ‘যদি কেউ কুকুরের দিকে পাথর ছুঁড়ে মারে তাহলে সরকারের কী করার থাকে ’।
একবার ভাবুনতো শিশুদুটো যদি আপনার বা আমার হত! শিশুদের বাবার আতর্নাদ বোঝার ক্ষমতা হয়তোবা আমাদের নাই!
তথ্য: ১. indiatoday এবং 2. Click this link
বিষয়: আন্তর্জাতিক
১৩৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন