প্রাচীন ভাইকিং লাশে কেন 'আল্লাহ' লেখা আঙটি?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ গোলাম ছাকলাইন ২০ মার্চ, ২০১৫, ০৭:০০:৩২ সন্ধ্যা



স্ক্যন্ডিনেভিয়ান দেশগুলিতে মুসলমান অভিবাসীদের নিয়ে যেসব সমস্যা হচ্ছে তা একেবারেই নতুন। কিন্তু যে কথাটা বেশিরভাগ লোকেরই অজানা তা হলো আরব এবং মুসলমানদের সাথে ভাইকিংদের যোগযোগ বহু আগে থেকেই ছিল। তারই একটি প্রমাণ পাওয়া গেল বর্তমান সুইডেনের একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র বির্কায়।

ওয়াশিংটন পোস্ট সংবাদপত্র জানাচ্ছে, সেখানে ৯ম শতাব্দির প্রাচীন একটি কবর খুঁড়ে এক মহিলার দেহাবশেষ পাওয়া গিয়েছে।

তার হাতে একটি আংটি ছিল, আর সেই আঙটিতে প্রাচীন আরবিতে লেখা ছিল ‘আল্লাহর প্রতি’ বা ‘আল্লাহ্‌র উদ্দেশ্যে’।

এটি খনন করেছেন সুইডেনের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জালমার স্টলপে।

ওয়াশিংটন পোস্ট বলছে, রূপার তৈরি এই আঙটিতে যে খুফিক আরবি লেখা রয়েছে তার প্রচলন ছিল ৮ম থেকে ১০ম শতাব্দিতে।

পুরো স্ক্যন্ডিনেভিয়া জুড়ে এটি একমাত্র আরবি নিদর্শন।

ঐ নারীর পরনে ছিল স্ক্যান্ডিনেভিয়ার স্থানীয় পোশাক।

ধারণা করা হচ্ছে ব্যবসার মাধ্যমে এনে এই আঙটি তাকে উপহার দেয়া হয়।

পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছে যে আঙটিটি বহু লোকে ব্যবহার করেনি।



স্কটল্যান্ডে ভাইকিং-এর সাজ-পোশাক পরিধান করে মহড়া দেয়া হচ্ছে।

স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষক সেবাস্টিয়ান ওয়ার্মল্যান্ডার এবং সহকর্মীরা বলছেন, ভাইকিংদের সাথে আব্বাসীয় খিলাফতের যে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিল এই আঙটি তারই প্রমাণ। তারা বলছেন, আবার এমনও হতে পারে যে এই নারী কিংবা তার কোন ঘনিষ্টজন সম্ভবত আব্বাসীয় খলিফাদের শাসনাধীন আরব ভূখন্ড সফর করেছিলেন, বা ঐ অঞ্চল থেকে এসেছিলেন।

২০০৮ সালে আবুধাবির ন্যাশনাল সংবাদপত্রে লেখা এক নিবন্ধে ইতিহাসবিদ ফারহাত হুসেইন লিখেছেন, ভাইকিংরা রূপার প্রতি যতটা আকর্ষণবোধ করতো, সোনার প্রতি তাদের আগ্রহ ততটা ছিল না।

ভাইকিং নারী কিংবা পুরুষের জন্য রূপা ছিল সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির প্রতীক। তারা মৃতের সাথেও রূপার অলঙ্কার কবর দিতো।

লিংক দেওয়া হলো:Click this link

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310082
২০ মার্চ ২০১৫ রাত ০৮:৩৬
সজল আহমেদ লিখেছেন : বিবিসির নিউজ সরাসরি ছবিসহ পোস্ট ,এবং অলঙ্কারের প্রমাণ হিসেবে সরাসরি BBC এর লিংক ।যাক অজানা খবর সামনে তুলে দেয়ার জন্য একটা ধন্যবাদ দিলাম ।
২০ মার্চ ২০১৫ রাত ০৯:০২
251107
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : একটা ধন্যবাদ দিলাম-১টা আর ১কাধিক অনুভুতি একই।-Happy Good Luck
310085
২০ মার্চ ২০১৫ রাত ০৮:৪২
দ্য স্লেভ লিখেছেন : দারুন বিষয় জানলাম Happy
২০ মার্চ ২০১৫ রাত ০৯:০৩
251108
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : ধন্যবাদ ভাই ভাল থাকবেন।Good Luck
310111
২০ মার্চ ২০১৫ রাত ১০:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ওয়াশিংটন পোস্ট সংবাদপত্র জানাচ্ছে, সেখানে ৯ম শতাব্দির প্রাচীন একটি কবর খুঁড়ে এক মহিলার দেহাবশেষ পাওয়া গিয়েছে!!!!!!!!!!!!


৯ম শতাব্দির প্রাচীন কবরে মহিলার দেহ!!!!!! দেহে আন্টি?? বিশ্বাস হচ্ছে না, হতে পারে এটা একটা নিউজ নাটক। মাইনাস
২০ মার্চ ২০১৫ রাত ১১:৩৫
251128
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : হ্যাঁ ভাই নুর আয়শা আব্দুর রহিম আপনার আশংকাও ঠিক হতে পারে! ধন্যবাদ। ভাল থাকবেন।Good Luck
310116
২০ মার্চ ২০১৫ রাত ১১:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি পোস্ট করেছেন কপি করে, মন্তব্য আর কি করবরে ভাই!

তবুও ধন্যবাদ পোস্ট করার জন্য।
২০ মার্চ ২০১৫ রাত ১১:৩৭
251130
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : ঠিকি কইছেন ভাই গাজী সালাউদ্দিন কপি করছি। খবরটা আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলামনা। তবে বিষয়টি নিয়ে কিছু বলতে পারতেন!Good Luck
২০ মার্চ ২০১৫ রাত ১১:৪৪
251131
গাজী সালাউদ্দিন লিখেছেন : আসলে ভাই বিবিসি ওয়াশিংটন পোস্টের খবরগুলো পক্ষপাত দোষে দুষ্ট। তাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।

আর হা, পত্রিকা বা টিভির সংবাদ পোস্ট করতে চাইলে সাথে নিজের কিছু বিচার বিশ্লেষণ তুলে ধরলে লিখা অনেক সুন্দর হয়য়।
310138
২১ মার্চ ২০১৫ রাত ১২:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অস্বাভাবিক নয়। মুসলিম স্বর্নযুগে আটলান্টিক এর উভয় প্রান্তে মুসলিম নেীবহর এর উপস্থিতি হয়েছিল। এই বিষয়ে জনাব বাসার মঈন উদ্দিন লিখিত ও ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত "সাগর বিজয়ে এবং আমেরিকা আবিস্কারে মুসুলমান" বইটি তে তথ্য এবং সুত্র পাওয়া যাবে।
২১ মার্চ ২০১৫ দুপুর ০২:১৩
251266
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : ধন্যবাদ ভাই রিদওয়ান কবির সবুজ সুন্দর মন্তব্য ও তথ্য দেবার জন্য।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File