বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পৃথীবির মধ্যে সেরা!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ গোলাম ছাকলাইন ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৬:১৮ সন্ধ্যা
আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পৃথীবির মধ্যে সেরা। কারন যে হারে GPA-5 বা A+ পাচ্ছে তাতে মনে হচ্ছে কয়েকবছরের মধ্যে বাংলাদেশ পৃথীবির ১ নং শিক্ষিত রাষ্ট্রে পরিনত হবে! বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ইউরোপ আমেরিকা সহ সকল উন্নত রাষ্ট্র অনুসরন ও অনুকরন করবে!
আসলেই কি এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার কোন উন্নতি হচ্ছে?
একজন GPA-5 পাওয়া ছাত্রীর পিতার মন্তব্য শুনুন " খারাপ পরীক্ষা দিয়েও নিজের মেয়ে এ-প্লাস পাওয়ায় ক্ষেপেছেন ফাহিমুল হক। তার মেয়ে বি বা সি গ্রেড পাওয়ার কথা, কিন্তু পেয়েছে “এ প্লাস”। ফাহিমুল হক নিজেও একজন শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক। তাই মেয়ের নম্বর বাড়িয়ে দেয়া হয়েছে মর্মে ‘শতভাগ নিশ্চিত’ এই অভিভাবক বলেন, এই ইনফ্ল্যাটেড এ-প্লাস বিস্ফোরণ বন্ধ হওয়া দরকার। এটা শিশুদের রেজাল্ট সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে। প্রশ্নফাঁসের কথা আলাদা করে বলার প্রশ্নই আসে না। আর পিএসসির মতো শিশুহত্যাকারী পাবলিক এক্সাম আজকেই উঠিয়ে দেয়া দরকার। শিক্ষানীতির বহির্ভূত পিএসসি এক্সাম চালু করেছে যারা, তারা 'সিরিয়াল চাইল্ড কিলার'। "
এই যখন আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা তখন আমরা কি ভাল কিছু আশা করতে পারি আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছ থেকে? আমরা কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। কিন্তু শিক্ষা ব্যবস্থা ধ্বংশ করে মুক্তিযুদ্ধের চেতনা বাচিঁয়ে রাখা যায় না । বরং সেই মুক্তিযুদ্ধের চেতনাকেও ধ্বংশ করা হয়।
এত গেল ফলাফলের কথা। এই ফলাফলের আগে যখন পরিক্ষা হয়েছিল তখন প্রশ্নপত্র ফাঁসেরকথাও পত্রিকা মারফত শুনেছি। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কোনদিনও আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা প্রতিযোগিতা করে টিকতে পারবোনা। তাই সবার কাছে অনুরোধ আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাচাঁন। নইলে ভবিষ্যত প্রজন্মের কবর এখনি রচিত হবে।
২০১৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে শা্ওন যেভাবে আত্মহত্যা করল-Click this link
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
" যে যত বেশী পড়ে, তত বেশী জানে, তত কম মানে। "
সাফল্য ফুটে উঠতে পারে কিন্তু শিক্ষার সঠিক মান নিশ্চিত হয়না, যার প্রমাণ আমরা পেয়েছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়।
ঢাবিতে ইংরেজী বিভাগে ভর্তির যোগ্য মাত্র ২ জন-দৈনিক জনকন্ঠ (http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2014-09-25&ni=186721)
মন্তব্য করতে লগইন করুন