একটি গুরুত্বপূর্ন তথ্য সবার সাথে শেয়ার করার প্রয়োজনবোধ করছি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ গোলাম ছাকলাইন ২৫ ডিসেম্বর, ২০১৪, ১০:০০:১০ রাত

গত কয়েকদিন আগে আমি অফিসে যাচ্ছিলাম । হটাৎ আমার সাবেক বসের মোবাইল থেকে একটি মেসেজ আসলো। একটু অবাক হলাম কারন এত সকলে আমার সাবেক বসের কাছ থেকে এরকম কোন মেসেজ আমি আশা করিনি। কিছুক্ষন পর আমার বর্তমান একজন কলিক একই মেসেজ আমকে সেন্ড করে। আমি অবশ্য দুজনকেই বিষয়গুলো Ignore করতে বলি।

আজ আমি ফেসবুকে উক্ত বিষয়ের উপর একটি লেখা পেলাম যা দেখে আমার মনে হলো বিষয়টি আমার সবার সাথে শেয়ার করা দরকার। তাই নিচে তা তুলে ধরলাম-

Duronto Sany

December 23 at 11:36pm ·

★একটি গুরুত্বপূর্ণ লেখা- সবাইকে অনুরোধ

করে বলছি সম্পূর্ণ লেখাটি পড়ুন।

.

ফেসবুক ব্যবহার কারীরা হয়তো প্রায়শই Inbox এ

পরিচিত-অপরিচিতদের নিকট হতে একটি ম্যাসেজ

পেয়ে থাকেন।

*Massage টি হলোঃ-

'লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ'

উপরেরকালেমা টি ৪০ জনকে ম্যাসেজ করে পাঠান

অথবা, 'ইয়া আল্লাহু' 'ইয়া রহমানু' 'ইয়া রহিমু' আল্লাহর এই

পবিত্র নাম গুলো ৪০ জন কে ম্যাসেজ করে পাঠান।

যদি পাঠান তবে ৩ দিনের মধ্যে নিশ্চিত ভাবে কোন

সুশংবাদ পাবেন।.

.

এ জাতীয় ম্যাসেজের সাথে আমরা সবাই পরিচিত।

আগে যখন মোবাইল ছিলো না, তখন এসব

কাগজে ছাপিয়ে বিলি করতে বলা হতো।

মোবাইল এর ব্যবহার শুরু হবার পর থেকে SMS করার

কথা বলা হতো।

আর এখন এগুলো ফেসবুকে Inbox করার

কথা বলা হচ্ছে।

আর একজনের দেখাদেখি আরেকজন

অপরজনকে Inbox এ ম্যাসেজ

পাঠিয়ে কথা গুলো ছড়িয়ে দিচ্ছে।

সবাই কে অনুরোধ করবো, আপনারা এ ধরনের

ম্যাসেজ পেলে তা কখনোই আরেক জনকে সেন্ড

করবেন না।

.

কারন এগুলো হলো ঈহুদী -নাসারা দের ষড়যন্ত্র।

মুসলমানদের চির শত্রু ঈহুদী-নাসারারা এ ধরনের

কথা লিখে মুসলিম দের মাঝে ছড়িয়ে দেয়।

এখন কোন মুসলিম যদি কালেমা বা আল্লাহর পবিত্র নাম

গুলো ৪০ জনকে পাঠালো কিন্তু ৩ দিনের

মধ্যে সে যদি কোন সুশংবাদ না পায়

তবে কালেমা বা আল্লাহর নামের প্রতি তার আস্থা বিনষ্ঠ

হতে পারে। সে ভাবতে পারে, হয়তো আল্লাহর নাম

বা কালেমার সুশংবাদ দেয়ার কোন ক্ষমতা নেই।

(নাউজুবিল্লাহ)

.

এভাবে ঈহুদী-নাসারা রা ইসলাম কে ধংস করার জন্য ও

মুসলিমদের ঈমান কে দূর্বল করার জন্য সর্বদা ফাঁদ

পেতে চলেছে, তাদের পাতা ফাঁদে ধরা দিবেন না।

আল্লাহর নিকট হতে সুশংবাদ পেতে চাইলে, আল্লাহর

হুকুম ও রসুল (সাঃ) এর তরীক্বা মেনে চলুন।

ফরজ,ওয়াজিব, সুন্নাহ সঠিক ভাবে পালন করুন।

ইনশাআল্লাহ,সু-সংবাদ পাবেন।

.

.

শেয়ার, কপি পেষ্ট করে ছরিয়ে দিনে সবার কাছে।


যে দুজন ব্যক্তি আমাকে ম্যাসেজ দুটো সেন্ড করেছেন তারা দুজনই ইসলাম ধর্মে বিশ্বাসী। কিন্তু ইসলাম সম্পর্কে কম জানা ও মানার বিষয়টি তাদেরকে এরকম কাজ করতে সাহায্য করেছে বলে আমার মনে হয়েছে।

আশাকরি আমরা সঠিক বিষয়টি বুঝতে পারবো ও সেভাবে নিজেকে পরিচালিত করবো।

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297164
২৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০০
সামসুল আলম দোয়েল লিখেছেন : আপনার বক্তব্য সঠিক। এগুলো কোনো ইসলামী কাজ নয়! আগে কাগজে বিজ্ঞাপন আকারে দেখতাম,( ফটোকপি ব্যবসায়ীদের রমরমা ব্যবসা হতো)এখন আধুনিক যুগে আধুনিক প্রযুক্তির ব্যবহার। আমি অবশ্য এগুলো এখনো পাই নি।
ধন্যবাদ আপনাকে বিষয়টি তুলে ধরার জন্য।....তবে=
শেষ পযর্ন্ত আপনিও বললেন, আপনার লেখাটি..
শেয়ার, কপি পেষ্ট করে ছরিয়ে দিনে সবার কাছে।
মানে কি আপনার নাম প্রচারের জন্য?

২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০২
240720
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আর যে অংশটি আমি ফেসবুক থেকে শেয়ার করেছি তা আন্ডার লাইন করা। আন্ডার লাইন ছাড়া অংশটা শুধু আমার লিখা। আশা করি এবার আপনার ভুল ভেঙ্গে যাবে!
297174
২৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৮
লজিকাল ভাইছা লিখেছেন : চমৎকার লেখাটি শেয়ার করার জন্য আপনাকে এবং যিনি লেখাটি লিখেছে তাকে ও ধন্যবাদ। জাজাকাল্লাহহু খাইরান।
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৪
240721
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : ধন্যবাদ ভাইছাকে।Good Luck
297193
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২২
কাহাফ লিখেছেন :
দ্বীনের বিষয়ে জানা কম থাকলেই মানুষ এ সব মিথ্যা ঘোষণায় বিভ্রান্ত হয়!
বিষয়টি অনকে দিন ধরে চলে আসছে! শেয়ার করায় অনেক ধন্যবাদ আপনাকে!!
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
240722
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : দ্বীনের বিষয়ে জানা কম থাকলেই মানুষ এ সব মিথ্যা ঘোষণায় বিভ্রান্ত হয়!-১০০% সত্যকথা ভাই কাহাফ ।Good Luck

মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন- আমিন।
297206
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৪
আফরা লিখেছেন : লজিকাল ভাইছা লিখেছেন : চমৎকার লেখাটি শেয়ার করার জন্য আপনাকে এবং যিনি লেখাটি লিখেছে তাকে ও ধন্যবাদ। জাজাকাল্লাহহু খাইরান। আমার পক্ষ থেকে জাজাকাল্লাহহু খাইরান ।
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
240723
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : ধন্যবাদ আফরা।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File